পঞ্চগড়ে জমে উঠেছে মজাদার লিচু ও আমের বাজার।

মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে জমে উঠেছে মধু মাসের মজাদার লিচুর বাজার। এখন চলছে মধুমাস জৈষ্ঠ। লিচু সহ অন্যান্য ফলের ভরা মৌসুম। আর আমের মধ্যে স্বাদে অন্যান্য সুর্যপুরী, আমরোপাল, গোপাল ভোগ। দিন ভর রোদ আর বৃষ্টির লোকচুরি জৈষ্টের ব্যতিক্রম ময় দিনে জমে উঠতে শুরু করেছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগান থেকে আম ও লিচু পেড়ে এনে পঞ্চগড় কদম তোলা ফলের বাজারে বিক্রি করে থাকেন। পঞ্চগড়ে ঝর ও শীলা বৃষ্টিতে এবার আম ও লিচু ক্ষতি হলেও দাম ভালো পাওয়ায় খুশি আম ও লিচু চাষীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, যে বাজারে উঠছে নানা জাতের আম লিচু। খোলা আকাশের নিচে ভ্যানের উপর সাজিয়ে রেখে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। সপ্তাহে ৭দিনে এখন ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখোরিত কদম তোলা বাজারটি। রোজার মধ্যেও বিকিকিনিতে ব্যস্ত সবাই। তাছারা দেশীও আম ও লিচু ছাড়াও বাইরের জেলাগুলো থেকেও আসছে নানা জাতের আম ও লিচু খিরশাপাতি ও গোপালভোগ সহ নানা জাতের আম।এই রমজান মাসে রোজাদারদের ইফতারীতে তেলে ভাজা খাবারের চাইতে আম লিচু ও কাঁঠাল দিয়ে ইফতার করতে দেখা যায অনেককে।
তবে এই মৌসমে আম ও লিচুর দাম একটু বেশী হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে। বর্তমান বাজারে চায়না থ্রি একশত লিচুর দাম ৩০০ টাকা, দিনাজপুরের লিচু প্রতিশত ২০০ থেকে ২৫০ টাকা, পঞ্চগড়ের লিচু প্রতিশত বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা ও বিভিন্ন জাতের আমের বাজার দেখা গেছে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করছে ব্যবসায়ীরা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1598607801041624747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item