নীলফমারীতে ট্রাকচাপায় স্কুল ছাত্র নিহত॥ চালক-হেলপার আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৭ জুন॥
সড়ক দুর্ঘটনায় নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট নামকস্থানে রফিকুল ইসলাম(১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যায় সে।
নিহত রফিকুল ইসলাম জেলা সদরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি শিমুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও এলাকার কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় উত্তেজিত জনতা ওই সড়কটি দেড়ঘন্টা অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আটকরা ট্রাকচালক ও হেলপার দুইজন হলো রাজবাড়ি জেলার বিনোদপুর গ্রামের উমর ফারুকের ছেলে  মুকুল হোসেন (৪৫) ও আফাজ উদ্দিনের ছেলে  সামসুল জোয়ার্দার(৩৫)।
প্রত্যক্ষদশীরা জানায় বাইসাইকেল যোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় সৈয়দপুর থেকে নীলফামারী অভিুমখে আসা ইটবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১৬-৮৮২৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি বাবুল আখতার জানান, ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে থানায় রাখা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5233264404811916292

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item