নীলফামারীতে বাল্যবিয়ে রোধে এডভোকেসী সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ জুন॥
মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে বর-কনের বয়স যাচাই বিষয়ক দিনব্যপী এক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় নীলফামারী জেলা প্রশাসন এইসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশনাল প্রোগ্রাম ম্যানেজার ডা. হৃষিকেশ সরকারের সভাপতিত্বে  সভায় নীলফামারী জেলার ৬০ ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে ডিজিটাল পদ্ধতিতে বাল্য বিবাহ বন্ধ করতে চালু হওয়া মোবাইল অ্যাপস ও বাল্য বিয়ে নিরোধ আইন ২০১৭ স¤পর্কে আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীগণ বাল্য বিয়ে প্রতিরোধে সর্বাতœক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজবুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর ডিভিশনালের আইসিটি বিশেষজ্ঞ প্রশান্ত কুমার সন্ন্যাসী, এসএমএস প্রকল্পের ব্যবস্থাপক রহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তাহমিন হক ববী, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কমিনিউকেশন কো-অডিনেটর আসাদুজ্জামান রাশেল প্রমুখ। #

পুরোনো সংবাদ

নীলফামারী 3153491936185556298

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item