জলঢাকায় মাল্টার চাষ সম্প্রসারণের উদ্যোগ,প্রদর্শনীর উপকরণ বিতরণ

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

জলঢাকার কৃষির ইতিহাসে যুগান্তকারী এক পদক্ষেপ মাল্টার চাষ সম্প্রসারণের উদ্যোগ। ভিটামিন সি সমৃদ্ধ এ ফল চাষ সম্প্রসারণের উদ্যেশ্যে নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িতব্য বারি মাল্টা-১ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্ত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহ: রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, উপজেলা মৎস্য অফিসার মিনারা হাফিজা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার হাসিনুর রহমান ও কাঁঠালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন। প্রদর্শনীভূক্ত ১৮ জন কৃষককে ৬০ টি বারি মাল্টা-১ জাতের চারা, টিএসপি ১৫ কেজি, এমওপি ১৫ কেজি ও জিপসাম ২০ কেজি করে সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষক বান্ধব সরকারের মাল্টা চাষ সম্প্রসারণের এ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ গ্রহন করে ছড়িয়ে দেয়ার আহবান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষক ব্রিফিংয়ে মাল্টা চাষের কলাকৌশল বিস্তারিত আলোচনান্তে  সমসাময়িক কৃষি নিয়ে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 52910013806295298

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item