জলঢাকায় যন্ত্র ব্যবহারকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে যন্ত্র ব্যবহারকারী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নীলফামারীর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আফতাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ঘোষণা করেন। উপস্থিত ৩০ জন প্রশিক্ষণার্থী কৃষকদের হাতে কলমে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার, মেরামত, রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন কৃষি যন্ত্র সার্ভিস প্রকৌশলী তাজিনুর রহমান ও কৃষি সম্প্রসারণ অফিসার হাসিনুর রহমান। প্রশিক্ষণে চেংমারী উত্তরপাড়া এলএফএস দলকে বিনামূল্যে রিপার, কম্বাইন হারভেস্টার, সিডার, পাওয়ার থ্রেসার ও রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র সরবরাহ করা হবে বলে জানানো হয়। বর্তমানে কৃষকবান্ধব সরকার এসব যন্ত্রপাতি ৫০% ভর্তুকীমূল্যে ক্রয়ের সুযোগ করে দিয়েছে বলে উপস্থিত সকলকে জানানো হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 7336312720073174617

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item