এবার ঈদে জাহিদ হাসানের ‘হিরোগিরি’

ডেস্ক-
কান কাটা লাল্টু ভাই আর আবগারী পাঠানের সঙ্গে বিরাট এক দ্বন্দ্ব। লাল্টু আফগারীর পায়ে গুলি করলে সে আহত পা নিয়ে পালিয়ে যায় দেশের বাইরে। ধীরে ধীরে কেটে যায় সময়। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কিছুর নিয়ন্ত্রণে এখন লাল্টুর হাতে।

এক সময় সে প্রতিপক্ষের লোকজনকে ধরে শাস্তি স্বরুপ কান কেটে দিতো, তাই তার নাম কান কাটা লাল্টু। কিডন্যাপিং থেকে শুরু করে মাদক সব তার নিয়ন্ত্রণে। সেই কান কাটা লাল্টু কিডন্যাপ করেছে বাংলা সিনেমার টপ হিরো হিমালয় খানকে।

না, ঘটনাটি সত্যি সত্যি না, এটা একটি নাটকের গল্প। ঈদের বিশেষ টেফিফিল্ম ‘হিরোগিরি’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নূসরাত ইমরোজ তিশা, আলীরাজ, সম্রাট, মাহমুদুল ইসলাম মিঠু, তারিক স্বপন প্রমুখ।

এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের পরদিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেফিফিল্ম ‘হিরোগিরি’।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1992004445659904085

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item