সুন্দরগঞ্জে ধান ব্যবসায়ীকে হত্যা করে ডোবায় লাশ ফেলে দিয়েছে দুবৃত্তরা

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ

সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপড়হাটী গ্রামে ধান ব্যবসায়ী রবিউল ইসলামকে হত্যা করে ডোবার পানিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (২০ জুন) সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, পশ্চিম ছাপড়হাটী (কুশটারী) গ্রামের মৃত আছর উদ্দিন আকন্দের পুত্র ধান ব্যবসায়ী রবিউল ইসলাম (৪৫) গত রবিবার (১৮ জুন) রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। এমতাবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে তারই বাড়ির পাশের একটি ডোবায় রবিউলের ভাসমান লাশ দেখতে পায় জনৈক মহিলা। এরপর রবিউলের পরিবারকে জানানো হয়। ঘটনাটি মহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে হাজার হাজার লোকের ভিড় জমে লাশ দেখার জন্য। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলের লাশ উদ্ধার করে। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, লাশের শরীরের বিভিন্ন জায়গায় জখমের ক্ষত চিহ্ন রয়েছে। তাতে মনে হয় ব্যবসায়ী রবিউলকে হত্যা করে লাশ ডোবার পানিতে ফেলে দেয়া হয়েছে। তিনি আরও জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 714392512065908065

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item