১০০ আসনে আমরা জয়ী হবো:রংপুরে এরশাদ

হাজী মারুফ-
প্রস্তাবিত বাজেটে করের কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রধানমন্ত্রী শেখ হসিনার রংপুরের পীরগঞ্জের আসনেও নির্বাচন করার ইঙ্গিত দিলেন তিনি।

আজ সকালে রংপুর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথে আলাপকালে এরশাদ বলেন, রংপুরের ছয়টি আসনসহ সারাদেশের ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করেছি। এরমধ্যে ১০০ আসনে আমরা জয়ী হবো। জয়ী হওয়ার মতো আমাদের আরো ৩০টি আসন আছে। 

এসময় বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এই বাজেট হওয়া উচিৎ ছিল নির্বাচনী বাজেট। কিন্তু তা না করে এমন করের বোঝা চাপিয়ে দিলো সরকার, মানুষের জান-প্রাণ অস্থির হয়ে গেছে। কেউ এই বাজেট গ্রহণ করতে পারেনি। এই বাজেটে কেউ খুশি নয়। কৃষক খুশি নয়, চাকরীজীবি খুশি নয়, ব্যবসায়ী খুশি নয়, রিকশাওয়ালা খুশি নয়, ঠেলাগাড়িওয়ালা খুশি নয়। কেউ খুশি নয়।

এসময় হুসেইন মুহম্মদ এরশাদের সাথে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সেক্রেটারি এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাফিউল ইসলাম শাফীসহ দলীয় নেতাকর্মীরা। 

পুরোনো সংবাদ

রংপুর 5529870815653939375

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item