ঈদে চঞ্চল চৌধুরীর 'উসিলা'

ডেস্ক-
ঈদে দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে অসংখ্য নাটক নির্মিত হচ্ছে। তারকাশিল্পীদের ঈদকেন্দ্রিক ব্যস্ততা বেড়ে যায় শতগুণ। সেই ধারাবাহিকতায় নাটক ‘উসিলা’ নিয়ে এবারের ঈদে টিভির পর্দায় হাজির হবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এর গল্পে দেখা যাবে, বাদশা গ্রামের বেশ ধনাঢ্য একজন ব্যক্তি। বিয়ে করেছেন প্রায় ১০ বছর আগে। কিন্তু কোনো সন্তান হয় না। আর সন্তান না হওয়ার দোষ চাপান বউ হামিদার ওপর। এ নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব।

সন্তান না হওয়াকে উসিলা দাঁড় করে একই গ্রামের সুন্দরী মেয়ে ছবির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। ছবি বিয়েতে রাজি থাকলেও বাদ সাধেন ছবির বাবা। কারণ সতীনের ঘরে তার মেয়েকে বিয়ে দেবেন না।

তবে বাদশা যদি তার মেয়ের নামে স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে দেন তা হলে তিনি ভেবে দেখবেন।

অন্যদিকে এলাকার আরেকজন ছেলে পছন্দ করে ছবিকে। শুরু হয় নাটকীয়তা। নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহনাজ খুশী, ইভানা, জামিল হোসেন, মাসুদ রানা মিঠু, আশরাফ রবি প্রমুখ। এটি ঈদের ২য় দিন সন্ধ্যা ৬টায় গাজী টিভিতে প্রচার হবে।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 9202578408268096630

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item