গোমনাতি ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি-
“সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট” এই স্লোগান সামনে রেখে গতকাল রবিবার বিকাল ৩.০০ টার সময় নীলফামারী জেলার ডোমার উপজেলার ৩নং গোমনাতি ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ৩নং গোমনাতি ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়।উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল হামিদের সভাপতিত্ব বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোছাঃ মেহেরুন আক্তার (পলিন),উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী,জনাব ড.জসিয়ার রহমান। বাজেট ঘোষণার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী। তিনি তার বক্তব্যে বলেন “ গোমনাতি ইউনিয়ন পরিষদের আজকের এই মহতি উদ্যোগের সাথে ইউএসএস অংশগ্রহন করতে পেরে খুবই আনন্দিত,আমি এই উদ্যোগের ধারাবাহিকতা কামনা করছি”। এরপর ইউনিয়ন পরিষদের সচিব মো: আতিকুর ইবনে রহিম ২০১৭-১৮ অর্থবছরের খসড়া বজেট জনসম্মুখে উপস্থাপন করেন। বাজেট ঘোষণা করার পর বাজেটের উপর উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উম্মুক্ত আলোচনায়  ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোছ:হাবিবা আক্তার বলেন“ শিক্ষা খাতে যে টাকা বরাদ্দ রাখা হয়েছে তা কোন কোন কাজে ব্যবহার করা হবে” খালেদা বেগম বলেন “ শিল্প ও কুঠির শিল্প(নারী উন্নয়ন) খাতে যে ১২০০০০ টাকা বাজেট ধরা হয়েছে তা কিভাবে ব্যয় করা হবে” এবং ইসমাঈল হোসেন বলেন “ গোমনাতি কলোনীপাড়ার পাশে কৃষি জমি সুরক্ষার জন্য বুড়ি তিস্তা নদীতে বাঁধ নির্মাণ এর জন্য দাবি জানাচিছ।উম্মুক্ত আলোচনা সভা পরিচালনা করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরপর প্রধান অতিথি বলেন যে“ বাজেট হচ্ছে আয়-ব্যয়ের একটি হিসাব,সংসদে বাজেট নিয়ে আলোচনা চলছে,ভ্যাট টাক্স নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে, ইউনিয়ন পরিষদের বরাদ্দ আসে সব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে,ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে হবে”। উক্ত অনুষ্ঠানের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ২০১৭-১৮ অর্থবছরের ৩৩২৯৫৭০০ টাকার বাজেট ঘোষণা করেন ও  বাজেট বাস্তবায়নে জনগনের সহযোগিতা কামনা করে  সকলকে ধন্যবাদ দিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3494877656078576736

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item