মিরজাগঞ্জ রেলস্টেশন বাজারে ঈদের কেনা কাটার ধুম।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, রমজানের শেষ মুহুত্বে ঈদকে সামনে রেখে শহরের পাশাপাশী গ্রাম অঞ্চলের বাজার গুলোতে কাপড়ের দোকান সহ গার্মেন্টস ও কসমেটিক্স দোকান গুলোতে ক্রেতাদের উপেচেপড়া ভীড় চোখে পড়ার মতো। গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় এমনি দৃশ্য চোখে পড়ে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন বাজারের লিন্নাস কসমেটিক্স এন্ড গার্মেন্টস সহ ছোট খাটো দোকান গুলোতে। দোকানের সত্বাধীকারী আবু হাসনাত স্বপন জানান, শহরের দোকানের তুলনায় আমাদের দোকানের কাপড়ের গুনগত মান ও দামে একটু কম থাকায় মধ্যবৃত্য পরিবারের ক্রেতারা বেশী ভাগই আমাদের কাছে কাপড় কিনছে। তবে চাকুরীজীবী ও বৃত্যবান ক্রেতারা সকলে শহর মুখী হয়ে পড়েছে। অন্যান্য ঈদের তুলনায় এবার আমাদের বেচাকেনা তুলনা মূলক ভাবে অনেক ভালো, বাকী তিন দিনে আরো ভাল বিক্রির আশা করেন তিনি। শিশু, মহিলা, যুবক সহ সব বয়সের মানুষ উৎসাহ ও উৎদ্বীপনায় মধ্য দিয়ে নিজের সাধ্য মতে পছন্দের কাপড়টি কিনছে তারা, তবে এলাকায় ধানের ব্যপক ক্ষয়ক্ষতির কারনে আনন্দ কিছুটা হলেও বেদনার কারণ হয়ে দাড়িয়েছে বলে অনেক ক্রেতা জানান। শহরের পাশাপাশী গ্রামের বাজার গুলোতে এধরনের ঈদের আমেজ তৈরী হোক এমন টি আশা করেন এলাকার সাধারণ মানুষ। 

পুরোনো সংবাদ

নীলফামারী 1531708221632103769

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item