ডোমার থানা পুলিশের সহযোগীতায় ৩বছর পর ছেলেকে ফিরে পেলেন বাবা।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার থানা পুলিশের সহযোগীতায় ৩বছর পর ছেলেকে ফিলে পেলেন তার বাবা। থানা সুত্রে যানাযায়, শনিবার রাত ২টায় উপজেলার পশ্চিম চিকনমাটি জাল্লির মোড় এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী। বিষয়টি সন্দেহ জনক হওয়ায় থানায় সংবাদ দিলে ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলী ও এসআই আরমান আলী ঘটনা স্থলে গিয়ে ৩০বছর বয়সী এক মানষিক রোগে আক্রান্ত যুবককে উদ্ধার করে। ভালমতো কথা বা নাম ঠিকানা বলতে পারেনা সে। সামান্য কিছু তথ্যের ভিত্তিতে  যাছাই বাছাই করে তার নাম জামাল হোসেন, পিতা-হবিবর রহমান, গ্রাম-বেওরঝাড়ী, ইউনিয়ন-আমজান খোর, উপজেলা-বালিয়াডাঙ্গী, জেলা ঠাকুরগাওঁ বলে জানতে পারে পুলিশ। এলাকার চেয়ারম্যানের মাধ্যমে সংবাদ দিলে তার বাবা রবিবার দুপুরে থানায় এসে তার সন্তানকে সনাক্ত করে। তার বাবা হবিবর রহমান জানান, ২০১৪ সালে জুন মাসের দিকে মানুষিক অবস্থায় তার ছেলে হারিয়ে যায়। বাড়ীতে তার স্ত্রী ও ৩বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে তিনি জানান। শেষে উপযুক্ত প্রমান সহ তাদের এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বলে তার বাবার কাছে ছেলেকে হস্তান্তর করা হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 491883688368941834

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item