ডোমারের গোমনাতীতে ২৫ বছর পর ফিরে এলো লুৎফর।

জাহিদুল আলম প্রধান রফিক-
প্রায় ২৫ বছর পর মালোশিয়া থেকে তার নিজ দেশে পরিবারের কাছে ফিরে এলেন লুৎফর রহমান।এমনটি ঘটে  নীলফামারীর  ডোমার উপজেলার গোমনাতী ইউনয়িনের আমবাড়ীতে।বউ ও ছোট ছোট ৩ ছেলে ১ মেয়েকে রেখে ১৯৯৩  সালে ২৫ বছর বয়সে মালোশিয়ার বান্ডার সিরি দামাল সার া শহরে টাকা  রোজগার করতে কনস্ট্রাকশনের কাজে যোগ দিয়েছিলেন তিনি।সেখানে প্রায় ৫বছর কাজ করে দেশে টাকাও পাঠান।কিন্তু  ১৯৯৮ সালে হঠাৎ করেই পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন  হয়ে যায়।সে সময় অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় পরিবারের লোকজন কয়েক বছর অনেক চেষ্টা করেও তার কোন খবর না পাওয়ায় ভেবেছিল লৎফর হয়ত মারা গেছে আর কোনদিন ফিরে আসবেনা।অনটনে  থাকা বাড়ীতে চলে শোকের মাতম।হঠাৎ কিছুদিন আগে আকস্মিকভাবেই  চিঠি আসে লুৎফরের।ভুলেই তো গিয়েছিলো সবাই।আবার চিঠি কেনো এ প্রশ্ন সবার মাঝে।এ লুৎফর নাকি অন্য কেউ।তার দেয়া মোবাইলে কথা বলার পরেই বিশ^াস জন্ম নেয়। ফোনে যোগাযোগ করা হয় লুৎফরের সাথে।টাকা পাঠিয়ে দেওয়া হয় আসার জন্য এমনটি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।গত ১৫ই জুন বৃহষ্পতিবার সকালে সে তার পরিবারের কাছে ফিরে আসে।আসার পর কথা বলা হয় লুৎফরের সাথে। প্রশ্ন করা হয়েছিল,এতদিন কেনো পরিবারের সাথে তার যোগাযোগ হয়নি।তিনি জানান,১৯৯৮ সালে একটি মামলায় কুয়ালালামপুর কেন্দ্রীয় কারাগারে এতদিন ছিলেন।কিছুদিন আগে তিনি ছাড়া পেয়েছেন বলে জানান।অনেকদিন পর তাকে পেয়ে পরিবারের লোকজন এখন অনেক খুশী।

পুরোনো সংবাদ

নীলফামারী 3926255129130161621

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item