দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় দিনাজপুরে বীরগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আওতায় দিনাজপুর বীরগঞ্জ উপজেলা এলাকায় ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংষ্কার (কাবিটা) রাস্তা-ঘাট মেরামত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট, পানি নিষ্কাশনের জন্য ক্যানেল পুনঃনির্মাণ কাজ প্রথম পর্যায়ে শেষ হয়েছে। অনুরূপভাবে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ টিআর কর্মসূচীর আওতায় প্রথম পর্যায়ে স্কুল কলেজ, মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, হাট বাজারসহ বিভিন্ন উন্নয়নমূলক সমাজসেবা কাজ সম্পন্ন হয়েছে।
গ্রামীণ অবকাঠামো (কাবিটা) ও টিআর দ্বিতীয় পর্যায়ে প্রকল্প কাজের ৭০ ভাগ অগ্রগতি হয়েছে। বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সুষ্ঠু তদারকির কারনে প্রকল্পের কাজ সমূহ এগিয়ে চলেছে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সরকারের ২০২১ ভিশন বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপির ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পের কাজ সমূহ সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় এগিয়ে চলছে। তিনি আরো বলেন, এসব প্রকল্পের সমপরিমাণ বরাদ্দকৃত টাকা দিয়ে অত্র উপজেলা এলাকায় সোলার প্রকল্প স্থাপন করা হয়েছে। এসব সোলার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাস্তার মোড়ে ও হাট বাজার এলাকায় স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার বীরগঞ্জ উপজেলার দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক কাবিটা সাধারণ প্রথম পর্যায়ে ৩৪৬৩৭২৯ টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্বাচনী এলাকায় এমপির বিশেষ বরাদ্দ প্রথম পর্যায়ে কাবিটা ৩৮৬৯৮৬২ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। টিআর সাধারণ প্রথম পর্যায়ে ২৯৪৮৭০৮ টাকা ব্যয়ে ৯৮টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দ প্রথম পর্যায়ে টিআর ৩৩৮১১২২ টাকা ব্যয়ে ১৫০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। পৌরসভা প্রথম পর্যায়ে টিআর ১৩১৯৫৭ টুাকা ব্যয়ে ৩টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। জেলা প্রশাসক প্রথম পর্যায়ে টিআর ৪০ হাজার টাকা ব্যয়ে ১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। বিভাগীয় কমিশনার প্রথম পর্যায়ের টিআর ৪০৬৭০ টাকা ব্যয়ে ১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অঃদঃদঃকঃকঃ ওয়েজ প্রথম পর্যায়ে ২৫৭৭৬০০০ টাকা ব্যয়ে ৯৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। সেতু/কালভার্ট নির্মাণ ৩৬৮৬৬০৯২ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। কাবিটা সাধারণ দ্বিতীয় পর্যায়ে ২৭০৬৯৯৩ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে নির্বাচনী এলাকায় বিশেষ বরাদ্দ কাবিটা ২৭৪৯০০০ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের কাজ চলছে। টিআর সাধারণ দ্বিতীয় পর্যায়ে ২৩০০০১০ টাকা ব্যয়ে ১৩৩টি প্রকল্পের কাজ চলমান। নির্বাচনী এলাকায় দ্বিতীয় পর্যায়ে টিআর ২৮৪৯৪৪৬ টাকা ব্যয়ে ১২৮টি প্রকল্পের কাজ চলছে। পৌরসভা দ্বিতীয় পর্যায়ে টিআর ১৩১৯৫৭ টাকা ব্যয়ে ৩টি প্রকল্পের কাজ চলছে। জেলা প্রশাসক দ্বিতীয় পর্যায়ে টিআর ৩০ হাজার টাকা ব্যয়ে ১টি প্রকল্পের কাজ চলছে। অঃদঃদঃকঃকঃ ওয়েজ দ্বিতীয় পর্যায়ে ২৫৭৭৬০০০ টাকা ব্যয়ে ৯৫টি প্রকল্পের কাজ চলছে। দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের অগ্রগতি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় তদারকি করার কারনে প্রকল্পের কাজগুলো ৭০ ভাগ অগ্রগতি হয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5488826823090422841

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item