ফুলবাড়ীতে আন্তঃসর্ম্পক সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান উজ্জ্বল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে অতি দরিদ্র জনগোষ্ঠীর অধিকার সুনিশ্চিত করনে আন্তঃসর্ম্পক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বেসরকারী সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীতে অতি দরিদ্র জনগণের অধিকার ও প্রবেশাধিকার সুনিশ্চিত করনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 সি ভি এ ওয়ারকিং গুপের সভাপতি কান্ত মনি বাষ্কে এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ মাওলানা মো:নবীউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার আকতারুজ্জামান, ইউপি সচিব সাজেদুর রহমান,এস শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গোফ্ফার মন্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল¬ীশ্রীর প্রকল্প  মনিটরিং অফিসার তরিকুল ইসলাম,প্রজেক্ট কো;অডিনেটরমো:মইনুল হক বাপ্পী। সভায় কমিউনিটি ডেভলপমেন্ট সুপারভাইজার শাহানাজ পারভীন ,দিপক রায়, রওশন আরা, রাধা রাণী সরকার, রুবেল হাসান, জুয়েল রানা, জান্নাতুল ফেরদৌস মুক্তা, , সিনিয়র সুপারভাইজার কৃষ্ণা রবিদাস, সিএফ লিপি আরা, এমিলিনা মুর্মু, মোমিনুল ইসলমা।
প্রকল্পের সিএসও সদস্য ৬ জন এবং এফজিডি সদস্য ২৪ জনসহ মোট ৮০ জন সদস্য ও ইউনিয়নের সকল ইউপি সদস্যগন অংশ গ্রহণ করেন। উল্লেখ্য অনুষ্ঠানটি বাস্তাবয়নে ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রী ও পামডো।

পুরোনো সংবাদ

দিনাজপুর 7546831520959485792

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item