টিলাহাটী ষ্টেশনে টিকেটের জন্য নীলসাগর এক্সপ্রেস ট্রেন আধাঘন্টা অবরুদ্ধ

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্স্রপ্রেস ট্রেনে অতিরিক্ত চেয়ার কোচ বগি সংযোজন করার পর চিলাহাটিতে কোন আসন বরাদ্দ না দেয়ায় মঙ্গলবার রাতে স্থানীয় জনতা ট্রেনটিকে আধাঘন্টা  অবরুদ্ধ করে রাখে। এ সময় ষ্টেশন মাষ্টার আব্দুল মতিন টিকেট বরাদ্দের প্রতিশ্র“তি দিলে জনতা অবরোধ তুলে নেয়। কেন চিলাহাটিতে আসন বরাদ্দ দেয়া হলনা এ ব্যপারে পাকশী ডিবিশনের বানিজ্যিক কর্মকর্তার সাথে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য বিগত কয়েক দিন থেকে চিলাহাটি রেলওয়ে ষ্টেশনে কালো বাজারীর ফলে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা টিকেট কাটতে না পেরে হতাশা হয়ে ফিরে গেছে। অথচ ষ্টেশনে ৪৯৫ টাকার চেয়ার টিকেট ১২ থেকে ১৫শত টাকায় কালো বাজারে বিক্রি হচ্ছে। অনেক যাত্রী টিকেট না পাওয়ায় যাওয়ার তাগিদে বেশী দামে টিকেট কিনছে বলে জানা গেছে। এবিষযে স্টেশন কর্তপক্ষ এলাকার কুচক্রী মহলের জোগসাজসে এসব দুর্নীতি করছে বলে অভিযোগ ভুক্তভুগীদের।

পুরোনো সংবাদ

নীলফামারী 7382403463969824108

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item