ডোমারের গোমনাতীতে ব্যাংক এশিয়ার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিনিধি-
ডোমারের গোমনাতীতে নতুন শাখা খুলেছে বেসরকারি ব্যাংক এশিয়া লিমিটেড।ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা পূরণের লক্ষ্যে বৃহস্পতিবার(১৫ জুন)গোমনাতী বাজারের মনছুর মার্কেটে ব্যাংক এশিয়ার গোমনাতী আমবাড়ি শাখা কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংক এশিয়ার অ্যসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব ব্রাঞ্চ রংপুর  এহসানুল আলম কবীর এ নতুন শাখার কার্যক্রম উদ্বোধন করেন।এ সময় ব্যাংক এশিয়া লিমিটেড রংপুর  ডিভিসনের এরিয়া ম্যানেজার মতিউর রহমান প্রামানিক,নীলফামারী ,পঞ্চগড়,ঠাকরগাঁও ও দিনাজপুর ডিস্ট্রিক ম্যানেজার  রেজওয়ানুল হক রিজু ,শাখা ব্যাবস্থাপনা পরিচালক রুখসানা ইয়াসমিন,ম্যানেজার অরুন কুমার দত্ত ও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীঘ্রই  গ্রান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে বলে জানান শাখা ব্যাবস্থাপনা পরিচালক রুকসানা ইয়াসমিন। এ শাখায় নগদ টাকা জমাদান ,নগদ টাকা উত্তোলন,বিদেশ থেকে প্রেরিত অর্থ উত্তোলন ,ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ঋণ আবেদনের জন্য পূরণকৃত ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র গ্রহন,পাসপোর্ট ফি জমা নেওয়া,পবিত্র হজ্জের টাকা জমা ইত্যাদি সেবা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীর হাত ধরে ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন আকর্ষনীয় সেবা নিয়ে ব্যাংকিং সেক্টরে এটি বর্তমানে সর্বাধিক প্রতিশ্রুতিশীল ব্যাংকগুলোর অন্যতম। ইসলামী ব্যাংকিং, ব্রোকারেজ, এসএমই ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এটিএম এবং ইন্টারনেট ব্যাংকিং প্রবর্তনের মাধ্যমে ব্যাংক এশিয়া  গ্রাহকদের নিকট পৌঁছে দিচ্ছে সহজ এবং আধুনিক প্রযুক্তি-নির্ভর ব্যাংকিং সেবা।

পুরোনো সংবাদ

নীলফামারী 7572343637216582314

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item