ডোমার জোড়াবাড়ীর ঐতিহ্যবাহী হস্তশিল্প আজ বিলুপ্তির পথে

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমার জোড়াবাড়ীর হস্তশিল্প আজ বিলুপ্তির পথে। কালের আবর্তে তথা অত্যাধুনিক বিজ্ঞানের যুগে যান্ত্রিক প্রসারে ঐতিহ্যবাহী ডালী কুলা তৈরীর কাজ হারিয়ে যেতে বসেছে। ফলে এ শিল্পের সাথে জড়িত অনেক শিল্পী পৈত্রিক পেশা ছেড়ে বর্তমানে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে অথবা বাধ্যক্ষ্য জনিত কারনে সংসারের বোঝা মাথায় নিয়ে ধুকে ধুকে মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে। অশ্রুভেজা কন্ঠে এমনি কথা গুলো বললেন, ডোমার উপজেলার জোড়াবাড়ী  ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাংগাইটারী গ্রামের মৃত বাহির উদ্দিনের ছেলে করিমুল হক(৫০) বাপ দাদার আমল থেকে তারা নিজের হাতে নিপুন ভাবে বাঁশের তৈরী ঢালী, কুলা, টাংগাই, টুকুরী সহ বিভিন্ন সরজ্ঞাম এলাকার হাট বাজারে বিক্রি করে, পরিবারে তার স্ত্রী তহমিনা, স্কুল পড়–য়া মেয়ে সেরিনা ও লিপি স্কুল শেষে বাবা মায়ের কাজে সহযোগীতা করতো। এতেকরে  বেশ ভালই সংসার চলতো তাদের। কিন্তু বিজ্ঞান প্রযুক্তির উৎকর্যতা সাধনের ফলে প্লাস্টিকের জিনিষপত্র ব্যপক ভাবে বাজার জাত হওয়ায় এই শিল্পের বিশেষ একটা ভূমিকা নেই। শুধু মাত্র রাস্তায় মাটিকাটা ও বাড়ীর ময়লা আবর্জনা ফেলতে এসবের প্রয়োজন হয়। বর্তমানে বাশেঁর দাম বেড়ে যাওয়ায় ও বর্ষা মৌসুমে কাজ কম থাকায় স্ত্রী, সন্তান, নাতী নাতনী সহ পরিবারের ৮জন সদস্য নিয়ে মানবেতর জীবন যাপন করছে করিমুল । তবে কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত কাজের চাহিদা থাকে। হস্তশিল্পী অফিজুলের স্ত্রী আছিয়া বেগম জানান, তার পরিবারের ৭জন সদস্য এই শিল্পের সাথে জড়িত। ১টি বাশেঁর দাম ১৫০টাকা, তা থেকে ১০ থেকে ১২টি চাংগাই তৈরী হয়। জোড়া প্রতি ৬০টাকা দরে বিক্রি করে ১০টি চাংগাই বিক্রি করে মাত্র ১৫০টাকা লাভ হয় তা দিয়ে সংসার চলে কোন রকম। ওই গ্রামে ১২টি পরিবারে প্রায় শতাধীক কর্মী এই পেশায় জড়িত তাই পাড়ার নাম চাংগাইটারী। এলাকায় খোজ নিয়ে জানা গেছে, বর্তমান আধুনিকতার ছোবলে তা বিলুপ্তির পথে,  ইতিহাস ঐতিহ্যের এ দেশে হয়তো একদিন এই বাশেঁর তৈরী কারুপন্য যাদুঘড়ে ঠাই পাবে। পরবর্তি প্রজন্মের কাছে তা গল্প হয়ে থাকবে। বাস্তবে চোখে দেখার সুযোগ পাবে না তারা। তাই এ শিল্পকে বাচাঁতে-০১৭৪৪-৪৫৪০২২ নম্বরে যোগাযোগের অনুরোধ করেন তিনি এবং সরকারী বা বিভিন্ন বে-সরকারী সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 6091032152402247811

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item