বঙ্গবন্ধু পাগল শাহিনের রিকসায় নৌকা টাঙ্গিয়ে দেশ ভ্রমন।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
শাহিন আলম ৪৫ পিতা আব্দুল গফুর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালের কুটি গ্রামে তার বসত নিবাস। বর্তমানে ঢাকার গাজিপুরে রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করা শাহিন বৈবাহিক জীবনে একছেলে ও এককন্যা সন্তানের জনক ।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও বাংলাদেশ আওয়ামীলীগ দলটির প্রতি অগাধ ভালোবাসা থেকে রিকসা চালক শাহিনের এই দেশভ্রমন। শুধু বঙ্গবন্ধু নয় ভালোবাসেন তার কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।  আর তাইতো স্বাধীনতার প্রতিক নৌকাকে রিকসায় টাঙ্গিয়ে দেশ ভ্রমনে নেমেছেন তিনি। তার এই যাত্রায় নেই কোন সঙ্গী। রমজানে রোজা রেখেও রিকসায় পেটেল মেরে চলছে এক জেলা থেকে আর এক জেলা। ক্লান্ত পথিকের মত মাঝে মাঝে বিশ্রামের জন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে স্মরনাপন্ন হন তিনি। রিকসার বুকে জাতীয় পতাকা, উপরে এবং চারপাশে দৃষ্টিনন্দন কাঠের তৈরী নৌকা সম্বলিত রিকসাটি এক নজর দেখতে ভীড় জমায় আবালবৃদ্ধ বনিতা সকলেই। শাহিনের স্বপ্ন একটাই  জাতির জনকের স্বপ্ন পুরনে কাজ করা। এই লক্ষে  জাতির জনক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করে রিকসা চালিয়ে চলছে অবিরাম দেশজুড়ে। লালমনিরহাট জেলা হয়ে তিস্তা ব্যারেজ দিয়ে সোমবার দুপুরে জলঢাকায় প্রবেশ করে শাহিন। উদ্দেশ্য নীলফামারী জেলা হয়ে দিনাজপুর যাত্রা । ডালিয়া রোডে কথা হয় বঙ্গবন্ধু প্রেমী শাহিনের সাথে সে জানায়  জাতির জনকের প্রতি ভালোবাসা থেকে আজ এই পথচলা। তিনি আরো জানায় গত ২৭ মার্চ ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু যাদুঘর থেকে দেশব্যাপী নৌকা প্রতিক নিয়ে রিকসায় দেশ ভ্রমনের যাত্রা শুরু করি। এরই মধ্য রংপর জেলার পীরগণ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী  ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে সেখানে একদিন বিশ্রাম নেন বলে জানান তিনি। উত্তরবঙ্গের নিজ জেলাসহ বেশ কয়েকটি জেলা ভ্রমন করেছি। অগনিত মানুষের ভালোবাসা অনুপ্রেরনা যুগিয়েছে আমার এই পথচলায়। আমার শেষ ইচ্ছা  জাতির  জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত ও দেশভ্রমন শেষে এই রিকসাটি যাতে   বঙ্গবন্ধু যাদুঘরে স্হান পায় সেই ব্যবস্হা করা।

পুরোনো সংবাদ

নীলফামারী 5805546841187672605

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item