রানীশংকৈলে শিলা বৃষ্টিতে কৃষকের ফসল লন্ডভন্ড

সফিকুল ইসলাম শিল্পী-
রানীশংকৈল শিলা বৃষ্টিতে কৃষকের ফসল লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। ২৫ মে সোমবার সন্ধা সাড়ে ৭ টায় রানীশংকৈল বেশক'টি  ইউনিয়নের কৃষকের ধান ভূটা সহ ব্যপক ধ্বংশলিলার খবর পাওয়া গেছে।
ঐ দিন সন্ধায় প্রায় সবক'টি কৃষকের ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।  রাণীশংকৈল উপজেলার বিরাশীবাজার, হাড়িয়া, উওরগাঁও, হোসেনগাঁও, বলিদ্বারা, ভবানীগন্জ্ গাজীরহাট, সন্ধারই, কাশিপুর,রাতনগড় সহ কয়েকটি গ্রাম শিলাপাথরে লন্ডভন্ড।ধান ভুট্টা,আম,লিচু কলা, অন্যান্য ফসল ধ্বংশ।
কৃষকের মাথায় হাত সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকা পরিদর্শন করতে দেখা গেছে। এমপি সেলিনা জাহান লিটাকে এসময় ক্ষতিগ্রস্ত লোকদের খোঁজ নিতে দেখা যায় এবং পায় হেঁটে প্রায় প্রতিটি বাড়ির নারীদের মাথায় হাত বুলিয়ে সর্বোচ্চ সহযোগিতার কথা বলতে শুনা গেছে।পাশে আছেন থাকবেন এমন মন্তব্য করে তিনি বলেন-"আমার এলাকার কৃষকের প্রাকৃতিক বিপর্যয়ের যে ঘটনা ঘটেছে সত্যিকার  অর্থে তা কষ্টদায়ক। এ মূহুর্তে আপনাদের ধৈর্যহীন হলে হবেনা " ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃনাহিদ হাসান সহ সাংবাদিকদের উপস্থিতি ব্যপক পরিলক্ষিত হয়েছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 9148225732314014276

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item