ঠাকুরগাঁওয়ে সিটি ক্লিনিকে দুই ডাক্তারের অবহেলায় মৃত সন্তান প্রসবের অভিযোগ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও  প্র‌তি‌নি‌ধিঃ
ঠাকুরগাও সিটি ক্লিনিকে মৃত সন্তান প্রসব নিয়ে স্বাস্থ্য সেবায় চিকিৎসকের অবহেলা ও ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টের গরমিলের অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে শাহাপাড়ার মানিক মিয়ার মেয়ের মৃত ছেলে সন্তান প্রসব হয়। শনিবার দেশ ক্লিনিকে ডা: সোনার আল্ট্রাসনোগ্রাম করা হলে পেটে সন্তান স্বাভাবিক আছে বলে রিপোর্ট দেয়।
কিন্তু শুক্রবার রাতে ডা: আবিদা সুলতানা সিজারিয়ান অপারেশন করে দুদিন আগের মৃত সন্তান বের করেন।
তবে ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট  ও চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ স্বজনদের।
আলস্ট্রাসনো গ্রাম বিশেষঞ্জ  ডা: সোনার সাথে রাতে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
ডা: আবিদা সুলতানা জানান, গর্ভবতী নারীর পেটেই সন্তান আগে মারা গেছে। আলস্ট্রাসনোগ্রামে ভুল তথ্য এসেছে।
মৃত সন্তানের অভিযোগ মানিক মিয়া জানান, দুই ডাক্তারের অবহেলার কারনে আমার সন্তানের মৃত হয়েছে। এ বিয়ষে আমি স্বাস্থ্য বিভাগে অভিযোগ করবো। ঠাকুরগাঁওয়ে ব্যাঙ্গের ছাতার মত শিশু ক্লিনিক গড়ে ওঠেছে কিন্তু ভাল মানের যন্ত্রপাতি নাই। ফলে এ রকম ঘটনা ঘটছে। আমার সন্তান মৃত প্রসব হওয়ার ঘটনায় থানায় অভিযোগ করেছি।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, ঘটনার শুনার পরেই পুলিশ সিটি ক্লিনিকে গিয়েছে। মৃত সন্তান প্রসবের কারন ডাক্তাররাই বলতে পারবে। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করবো।
উল্লেখ্য, এ আগেও ডা: আবিদা সুলতানা ও ডা: সোনার বিরুদ্ধে অপারেশন ভুল ও আলস্ট্রাসনোগ্রামের রিপোর্ট ভুলের তথ্য পাওয়া গেছে।
বিস্তারিত আসছে,,,,,,,,,

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 8344995631287976578

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item