রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে আহত প্রতিবন্ধী টাকার অভাবে মানবেতর দিন কাটছে

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধিঃ
৩০ এপ্রিল রোববার বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় ১ প্রতিবন্ধীর চিকিৎসার টাকার অভাবে মানবেতর দিন কাটতে দেখা গেছে। জায়গাজমি বিষয় সংক্রান্ত ভরনিয়া উত্তর মন্ডলপাড়ার আবেদ আলীর প্রতিবন্ধী ছেলে আজিজুর রহমান (৩০) কে মাথায় আঘাত করলে সে  অসুস্থ অবস্থায় বর্তমানে রাণীশংকৈলের স্বাস্থ্যকেন্দ্রের ৩য় তলায় ভর্তি রয়েছে। তার সাথে দেখা করতে গেলে তিনি ( প্রতিবন্ধী আজিজুর) বলেন-আমার একটি হাত নাই অথচ স্কুল শিক্ষক জানে আলম আমাকে মারার এবং জীবন.নাশের হুমকি অব্যাহত রেখেছে। আমার কেউ কিছু করতে পারবে না-দেখে নেবো এমন মন্তব্য করে চলছে আমার আত্মীয়-স্বজনদের মাঝে। জানা যায় ঐ গ্রামের জানে আলম মাস্টারসহ ৬/৭ জনের একটি দল গত-২৩ এপ্রিল সকাল ৬টার দিকে প্রতিবন্ধী আজিজুরের বাড়ীতে হামলা করলে এসময় আজিজুরের মা জেলেখা (৫০) মেজারুল,আঃ রহমান (চাচা),চেহারু মোহাম্মদের ছেলে আবেদ আলীসহ প্রায় ৬জনকে আহত করে। ইউপি চেয়ারম্যান সফিকুল আলমের কাছে বিষয়টি মীমাংসের প্রক্রিয়াধীন থাকলেও কোন অজানা কারনে মীমাংসার বিষয়টি ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। চোখের জলে ভাসছে আজিজুর প্রতিবন্ধীর স্বাস্থ্য কমপ্লেক্সের বালিশ। কেউ দেখা করতে গেলে একহাতে কুশল বিনিময় করে হাউমাউ করে কাঁদে ফেলেন। তিনি বলেন আমাদের (প্রতিবন্ধীদের) কেউ নাই। আমাদের কোন বিচার নাই। ঔষধ খাওয়ার টাকা নাই। ‘ঐ জানে আলম মাস্টার আমাকে মেরে ফেলাবে গে’ এই বলে কাঁদতে থাকেন। আজিজুরের মা জেলেখা বলেন-‘মোর বেটার মাথাত ৩ (তিনডা) শেলাই পড়িয়ে স্যার, মাস্টরডাক আল্লাহই বিচার করবে’। ছয়ঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানে আলম মাস্টারের সাথে মুঠো ফোনে কথা বললে- তিনি আমাদের প্রতিনিধিকে বলেন, আমি মারামারি আটকাতে গিয়ে আমাকেও মার খেতে হয়েছে। আমরও কয়েকজন রুগী ঠাকুরগাঁওয়ে ভর্তি আছে। তাদের অবস্থা খুব খারাপ। ঐ ইউনিয়নের চেয়ারম্যন সফিকুল ইসলাম মুকুেলর সাথে ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। ডা. ফিরোজ আলমের সাথে চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘আমরা নিয়মিত রুগির খোঁজ রাখছি।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 4633582934448433113

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item