তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির ফলাফল প্রকাশ

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি ফলফল প্রকাশ করেছে।  তেঁতুলিয়া ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৩৬ জন। এক তালিকা গেজেট ভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ৫৯ জন। মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত গেজেট তালিকা বিহীন সংখ্যা ২জন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) অনলাইনে আবেদন কারী মুক্তিযোদ্ধা সংখ্যা ১৬৩ জন। তন্মর্ধে যাচাই-বাচাই কমিটি মোট  ২২২ জনকে যাচাই-বাচাই করণের উদ্দেশ্যে তেঁতুলিয়া অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার গত ৪ ফেব্রুয়ারি/১৭ তারিখ বিকাল ৪ টায় ডাকেন। দীর্ঘ তিন মাস অতিবাহিত হওয়ার পর বহু কল্পনা-জল্পনা শেষে গত ২৬ এপ্রিল/১৭ যাচাই-বাচাই কমিটির সচিব, উপলেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস নতুল ১১ জনের নাম অর্šÍভুক্ত করে এবং এক তলিকা ভুক্ত ১০ জনকে বাতিলের তালিকায় নাম লিপিবদ্ধ করে নোটিশ বোর্ড টাঙ্গিয়েছে। মুক্তিযোদ্ধা ফলাফল প্রকাশ পেলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী শেখ জানান, যাচাই-বাচাই কমিটির সভাপতি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান (এমপি), পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মšী¿ ও জামুকা সভাপতি আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও মাননীয় প্রধান মন্ত্রী বরাবরে মুক্তিযোদ্ধা কাশেম আলীর অভিযোগ বিষয়টি যথাযথ ভাবে নিরশন হয়নি কাশেস আলী সহ বহু মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। যাচাই-বাচাই কমিটি গত ৪ ফেব্রুয়ারি/১৭ অভিযুক্ত তেঁতুলিয়া মুক্তিযোদ্ধা কমান্ডারকে সদস্য রেখে যাচাই-বাচাই শুরু হলে সভাপতি এমপি-র অনুপস্থিতির সুযোগ নিয়ে যাচাই-বাটাই কমিটি সদস্য কমান্ডার কাজী মাহাবুবুর রহমান ক্ষমতার দাপটে নিজেই সভাপতি সেজে তার নিজের বিরুদ্ধে অভিযোগপত্রটি বাতিল করে যাচাই-বাচাই কার্যক্রম শুরু করেন বলে বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী শেখ জানান ।এর পরেরদিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি/১৭ এমপির সভাপত্তিত্বে মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কার্যক্রম শুরু হয়। পরিশেষে বহু কল্পনা-জল্পনা অবশান ঘটিয়ে গত ২৬ এপ্রিল/১৭ ফলাফল প্রকাশ করে । ফলাফলে জানা যায়, ভাতাপ্রাপ্ত তালিকা বিহীন অমুক্তিযোদ্ধা মৃত আজিবর ওরফে সাত্তার পিতা- মৃত শাহাবুদ্দিন গ্রাম-মালিগছ তার নাম গেজেট ও বিজিবি সদস্য গেজেট তালিকায় নাম নেই। অন্যদিকে অমুক্তিযোদ্ধা আমেনা বেগম পিতা- মৃত শামসুল হক গ্রাম-বামনপাড়া ভজনপুর সে যাচাই-বাচাই কমিটির নিকট অমুক্তিযোদ্ধা স্বীকার করলেও প্রকাশিত ৪ জুন/২০০৫ গেজেট নং ১৬৪১ যাচাই-বাচাই কমিটি গেজেটটি বাতিল করণের উদ্দ্যেগ নেয়নি। তবে অনলাইনে অবেদনকারী দাবিদার মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত নাজির হোসেন, আতাউর রহমান, আতিয়ার রহমান, আব্দুল হান্নানসহ বহু মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটির নিকট উপস্থিত না হয়ে দেদারচ্ছে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ও তেঁতুলিয়া সোনালী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা সুবিধাভোগী ঋণ লুফে নিচ্ছে। তবে তেঁতুলিয়া যাচাই-বাচাই কমিটির সদস্য আইয়ুব আলী জানান, অমুক্তিযোদ্ধাদের আমি ভ্যাটো দিয়েছি কিন্তু কমান্ডার কাজী মাহাবুবুর রহমান অমুক্তিযোদ্ধাদের পক্ষে সমর্থন পূর্বক সহি-স্বাক্ষর করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ও জামুকায় প্রজ্ঞাপন জারীকৃত নীতিমালায় ভারতীয় তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা, লাল মুক্তিবার্তা তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধা ব্যতিত। শুধু গেজেট, বিশেষ গেজেট, সাময়িক সনদ প্রাপ্ত সহ অনলাইনে আবেদন জামুকায় তালিকা ভুক্ত দাবিদার মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি সিদ্ধান্তই বিবেচিত হবে। অতঃপর তেঁতুলিয়া যাচাই-বাচাই কমিটি সক্রিয় যুদ্ধে অংশগ্রহনকারী কোন মুক্তিযোদ্ধা ১১ জনের মধ্যে স্থান পায়নি। ১০ জনই সংগঠক দাবিদার ও ১ জন পুলিশ বলে অনলাইনে আবেদন করেছিলেন। ফলে অনলাইনে আবেদিত দাবিদার মুক্তিযোদ্ধা গুলো ক্ষোভ প্রকাশ করেছে। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 4338537226784312799

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item