দিনাজপুর বোর্ডে পাসের হারে রংপুর প্রথম-নীলফামারী দ্বিতীয়

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৪ মে॥
এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে পাসের হারে  জেলা ভিত্তিক ফলাফলে প্রথম স্থান পেয়েছে রংপুর জেলা। এ জেলায়  পাশের হার ৮৫ দশমিক ৭১ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৭০জন।
অপর দিকে পাশের হারে দ্বিতীয় স্থান পেয়েছে নীলফামারী জেলা। এই জেলায় ৯৫০ জন জিপিএ-৫ পেয়ে পাসের হার হয়েছে ৮৬ দশমিক ৫৭ শতাংশ । এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গাইবান্ধা। এ  জেলায় পাসের হার ৮৪ দশমিক ৯৬ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ৭৩০ জন। 
এছাড়া ঠাকুরগাও জেলার পাসের হার ৮৩ দশমিক ২৮। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৩৮ জন। লালমনিরহাট জেলার পাসের হার ৯১ দশমিক ৬৯।  জিপিএ-৫ পেয়েছে ৪৯৯ জন।  কুড়িগ্রাম জেলার পাসের হার ৮৩দশমিক ৩৫। জিপিএ-৫ পেয়েছে ২৬৬ জন। পঞ্চগড় জেলার পাসের হার ৮০ দশমিক ৬৭। জিপিএ-৫ পেয়েছে ৪২২ জন সর্ব শেষ  দিনাজপুর জেলার পাসের হার ৭৯ দশমিক ৭৫। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯৯ জন।
আজ বৃহ¯পতিবার পরীক্ষার ফল ঘোষনা করার পর দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান অবলোকন২৪ডটকমের এই প্রতিবেদকের কাছে বিয়ষটি নিশ্চিত করেন। 
তিনি জানান  দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার  গড় পাশের হার ৮৩ দশমিক ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। তবে এবারে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার মোট ১ লাখ ৬৩ হাজার ৫৭২ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৬২ জন।গত বারের তুলনায় এবার পাশের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৮৯৯ জন। এছাড়া শতভাগ পাশ করা বিদ্যালয়ের সংখ্যাও কমেছে। এবারে শতভাগ পাশকৃত বিদ্যালয় ১৬৬টি যা গতবারে ছিল ২৬৯টি।
বরাবরের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ৭৬ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৬২ দশমিক ৩০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। এদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৩৪ জন এবং ছাত্রী ২ হাজার ৯৯৫ জন।বিজ্ঞান বিভাগে ৭১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৫ হাজার ৬২৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৩৮ হাজার ৯ জন ছাত্র ও ২৭ হাজার ৬১৫ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৯২ দশমিক ২০ শতাংশ।
মানবিক বিভাগে ৮৬ হাজার ২০৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ৪১৬ জন। এদের মধ্যে ২৭ হাজার ৫৪৮ জন ছাত্র ও ৩৮ হাজার ৮৬৮ জন ছাত্রী। মানবিকে বিভাগে গড় পাশের হার ৭৭ দশমিক
০৪ শতাংশ।ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৩২২ জন।এদের মধ্যে ৩ হাজার ৮০৬ জন ছাত্র ও ১ হাজার ৫১৬ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষা বিভাগে গড়
পাশের হার ৮৫ দশমিক ৯৯ শতাংশ।এবারে গত বারের চেয়ে জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৮৯৯ জন কিন্তু এবারে পেয়েছে ৬ হাজার ৯২৯ জন। এবারে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮০৭ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৫৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে
জিপিএ-৫ পেয়েছে ৬৩ জন। শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এ বছর নকলের দায়ে ৫৯ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। কেউই পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা মাত্র ১টি যা গতবার ছিল ২টি। শতভাগ পাশ করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ১৬৬টি যা গতবারে ছিল ২৬৯টি। তিনি জানান, গণিতে সৃজনশীল প্রশ্নপত্রের কারণে এবারে প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
দিনাজপুর বোর্ডে অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬০৬টি বিদ্যালয় ২৫২টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এটি দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম এসএসসি পরীক্ষা।উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিল ৮৯ দশমিক ৫৯। গতবারের চেয়ে এবার ফলাফলে ৫ দশমিক ৬১ পাসের হার কমেছে। #

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 6609200006195636500

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item