স্রেফ একটি বাজে দিন ছিল : হাথুরুসিংহে

ডেস্কঃ
একদিন পরই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু। যার উদ্বোধনী দিনেই বাংলাদেশকে মাঠে নামতে হবে ইংল্যান্ডের বিপক্ষে। অথচ মঙ্গলবার কি এক দুঃস্বপ্নের সঙ্গি হলো টাইগাররা। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অল আউট হতে হলো ৮৪ রানে। আগে ব্যাট করে ভারত ৩২৪ রানের পাহাড় গড়েছিল। ফলে ২৪০ রানে হার বাংলাদেশের। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে আসল খেলার রন-পরিকল্পনা সাজাতে গেলেও এখন এই দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ানোর কথা টাইগারদের। হয়তো বেড়াবেও। তবে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে যতটা সম্ভব ইতিবাচক থাকতে চাইছেন যেন। ভারতের বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতি ম্যাচ মনে করিয়ে দিয়ে বলছেন, স্রেফ একটি বাজে দিন ছিল।

ভারত-বাংলাদেশ ক্রিকেট লড়াই এই সময়ে অন্যতম এক আকর্ষণে রূপ নিয়েছে যেন। দুই দলের ম্যাচ মানেই বাতাসে বারুদে উত্তেজনার ছড়াছড়ি। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে যখন ভারতের মুখোমুখি হলো বাংলাদেশ, শুধুই একটি প্রস্তুতি ম্যাচ হলেও সবার চোখ ছিল কেনিংটন ওভালে। টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। ২১ রানে ২ উইকেট তুলে নিয়েছিল। কিন্তু সেখান থেকে ঘুরে দাড়িয়ে বড় সংগ্রহই দাঁড় করায় ভারত। জবাবে নতুন উত্তেজনার রসদ জোগানোর মতো কিছু করে দেখাতে বাজে ভাবে ব্যর্থ টাইগাররা।

সঙ্গত কারণেই টাইগার ভক্তদের মনে দুঃশ্চিন্তার ছাপ। তবে হাথুরুসিংহে যেন শির্ষ্যদের আগলে রাখতে চাইছেন, ‘আমরা ভালো করতে পারিনি অবশ্যই। তবে শেষ কয়েকটি ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। আজকে (মঙ্গলবার) স্রেফ একটি বাজে দিন ছিল।’ আসলেই বাজে দিন ছিল বাংলাদেশের। এমনকি ভূতুড়ে দিনও। তা না হলে ১১ রানের মাথায়ই পর পর ৩ উইকেট, ২২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসবে কেন! বাংলাদেশের লঙ্কান কোচ অবশ্য স্বীকার করে নিচ্ছেন কিছুটা হলেও দুঃচিন্তান কারণ হবে এমন ব্যাটিং, ‘অবশ্যই এটা একটু দুশ্চিন্তার। যদিও এটি শুধুই প্রস্তুতি ম্যাচ। তার পরও এই ধরনের পারফরম্যান্সে আত্মবিশ্বাসে একটু ধাক্কা লাগেই।’

কিন্তু পরক্ষণেই হাথুরু জানিয়ে দিলেন কোনো রকম হতাশ না তিনি এই ম্যাচের পর, ‘হতাশ নই। এ রকম হতেই পারে, আমরা সবাই মানুষ। ভারতীয় বোলাররা অনেক ভালো বোলিং করেছে। মেঘলা আকাশ, ঠাণ্ডা বাতাস। শুরুতে দ্রুত ২-৩ উইকেট হারালে ধস নামা অস্বাভাবিক নয়। ওরা দুর্দান্ত বোলিং করেছে।’

পুরোনো সংবাদ

খেলাধুলা 5819873513551557445

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item