র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগোলেন মোস্তাফিজ

ডেস্কঃ
আয়ারল্যান্ডে চলমান ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মোস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার।

আজ সোমবার দুপুরে আইসিসির প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন ‘দ্য ফিজ’।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত ৬ উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বল হাতে  দ্যুতি ছড়ানোয় র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন দ্য ফিজ। মোস্তাফিজুর রহমানের উন্নতি হলেও দুই ধাপ অবনমন হয়েছে সাকিব আল হাসানের। অষ্টম স্থান থেকে ছিটকে দশম স্থানে বাঁ-হাতি স্পিনার। বোলিংয়ে অবনমন হলেও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ৩৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব। ৩৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে মোহাম্মদ হাফিজ।


ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকার ৭ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন।  ত্রিদেশীয় সিরিজে তার রান ১৭০। ধারাবাহিকভাবে রান পাওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদেরও উন্নতি রয়েছে। ৩ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ।  ৩ ইনিংসে তার রান ১৪৩।

ত্রিদেশীয় সিরিজে ভালো করায় নিউজিল্যান্ডের র‌্যাঙ্কিংয়ে কোনো উন্নতি না হলেও তাদের এক রেটিং পয়েন্ট বেড়েছে। ১২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ৯১ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে। ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে দুই পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

ওয়ানডের ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ দশে কোনা পরিবর্তন হয়নি। শীর্ষে রয়েছে এবি ডি ভিলিয়ার্স। বোলিংয়ে শীর্ষে ইমরান তাহির।

পুরোনো সংবাদ

খেলাধুলা 4427227763534263585

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item