নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি আপেল, সম্পাদক মাসুদ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ মে॥
নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের প্রায় ৬০ ঘন্টা পর নব গঠিত জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হলো। গতকাল সোমবার (১ মে) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন স¤পাদক স্বাক্ষরিত পত্রে কমিটি ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনা করার পূর্ব পর্যন্ত জল্পনা-কল্পনা চলছিলো। কে আসছেন নতুন নেতৃত্বে?
গত শনিবার (২৯ এপ্রিল) দীর্ঘ তিন বছর পর নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অবশেষে গতকাল সোমবার (১ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরুল হক শাহ আপেলকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। তিনি সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ও নীলফামারী সরকারী কলেজ ছাত্রলীগের সফল সভাপতি ছিলেন। সাধারন স¤পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক স¤পাদক মাসুদ সরকার।
কমিটির অন্য সদস্যরা হলো- সহ সভাপতি জাহাঙ্গীর ওয়ার্সী, সানোয়ার কবীর পাপ্পু, হোসেন রেজা শামীম ও আল শাহরিয়ার শাকিল। যুগ্ম সাধারন স¤পাদক যথাক্রমে জুবায়ের হোসেন জীম, সুমনা চক্রবর্তী ও শাহাদাত হোসেন নসীব। এবং তুষার আহমেদকে সাংগঠনিক স¤পাদক ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন স¤পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এই কমিটি আগামী এক বছরের জন্য বলবৎ থাকবে।
এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক এ্যাড. মমতাজুল হক বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। জেলা সাধারণ স¤পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ স¤পাদক এস. এম জাকির হোসেন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ স¤পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক শাহজালাল, সহ স¤পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় উপ-সাহিত্য বিষয়ক স¤পাদক সরকার ফারহানা আকতার সুমি, উপ-ত্রাণ বিষয়ক স¤পাদক আজিজুল আলম মৃধা, উপ-বিজ্ঞান বিষয়ক স¤পাদক আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্মেলনে সভাপতি ও সাধারন স¤পাদক পদে প্রায় একডজন ছাত্রনেতা মাঠে ছিলেন। সম্মেলনে সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিক পূনরায় সভপতি পদে প্রতিদন্দ্বিতা করেননি। তবে সদ্য বিদায়ী সাধারন স¤পাদক নোহেল রানা সভাপতি প্রার্থী ছিলেন।
আর সাধারন স¤পাদক পদে জেলা ছাত্রলীগের যুগ্মসাধারন স¤পাদক খাজা সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি জুবায়ের হোসেন জীম, নীলফামারী কলেজ শাখার সাধারন স¤পাদক তুষার আহমেদ ও অপর ছাত্রলীগ নেতা ফিরোজ আলমের নাম শোনা গেলেও সকলকে কাটিয়ে সাবেক জেলা সাংগঠনিক স¤পাদক মাসুদ সরকার সাধারন স¤পাদক নিবাচিত হলেন।
অবলোকন২৪ডটকমের পক্ষ থেকে নব গঠিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7716592656336588729

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item