পাটের বস্তা ব্যবহার না করার দায়ে সৈয়দপুরে ৪টি আটা মিলের ২০ হাজার টাকা জরিমানা আদায়

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে ফ্লাওয়ার (আটা) মিলে উৎপাদিত আটা বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার না করায় দায়ে ৪টি আটা মিলের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল (শনিবার) সৈয়দপুর বিসিক শিল্প নগরী ও কামারপুকুর বাজারে এক বিশেষ অভিযান পরিচালনা করে ওই জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। যে সব মিলের জরিমানা করা হয়েছে সে সব হচ্ছে  সৈয়দপুর বিসিক শিল্প নগীর মেসার্স খলিল অটো ফ্লাওয়ার মিলস্, মেসার্স গাউসিয়া মেজর অটো ফ্লাওয়ার মিলস্ ও মেসার্স শ্যামলী ফ্লাওয়ার মিলস্ এবং শহরের অদূরে কামারপুকুর বাজারে অবস্থিত মেসার্স আফজাল অটো ফ্লাওয়ার মিলস্। উল্লিখিত ফ্লাওয়ার মিলগুলোর  প্রতিটি মিল মালিকের ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।গতকালের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এ বিশেষ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পাট অধিদপ্তরের নীলফামারী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈবুর রহমান, সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিলীপ কুমার রায়সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।    


পুরোনো সংবাদ

নীলফামারী 5513299034483579431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item