সৈয়দপুর আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক উৎসব

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি) তিন দিনব্যাপী কম্পিউটার অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং( সিএসই) বিভাগের কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ে তিন দিনব্যাপী এক উৎসবের (ফেস্টিভ্যাল) শুরু হয়েছে। ২৩ মে ওই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মো. ইমামুল হুদা পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক নাছিম আহমেদ, কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মোঃ মামুনুর রশীদ, রেজিস্ট্রার ড. মোঃ মোয়াজ্জম হোসেন, প্রক্টর মেজর মোঃ মিজানুর রহমানসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই সোসাইটির প্রেসিডেন্ট ও সিএসই বিভাগের প্রধান ড. মোঃ শওকত আলী,  উৎসব সমন্বয়ক মো. মামুন হোসেন, সহকারী অধ্যাপক নাকিব হায়াৎ চৌধুরী প্রমূখ।
কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ড. মোঃ মামুনুর রশীদ জানান, তিন দিনের এ উৎসবে গেইমিং কনটেস্ট, কুইজ কনটেস্ট (প্রিলিমিনারি নকআউট পদ্ধতিতে, টিউটোরিয়াল ওয়েভ পেইজ ডেভেলপমেন্ট ও ওয়ার্কসপ অন এন্ড্রয়েড অ্যাপস্ ডেভেলপমেন্ট, রোবটিক্স কনটেস্ট, আইসিটি ওলিম্পিয়াড (বিভিন্ন ক্যান্ট পাবলিক কলেজের শিক্ষার্থীদের জন্য) কুইজ কনটেস্ট  (সেমি-ফাইনাল ও ফাইনাল, ওয়ার্কসপ অন “সিএসই কেরিয়ার ইন ডিজিটাল বাংলাদেশ” বিষয়ে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানান তিনি।  ওই উৎসবের প্রচার অংশীদার পার্টনার প্রথম আলো ও বাংলাভিশন।    

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8418448857068215798

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item