সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোখছেদুল মোমিন বেসরকারিভাবে বিজয়ী

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে  বেসরকারিভাবে আওয়ামী লীগ প্রার্থী রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন বিজয়ী করেছেন। তিনি তাঁর নৌকা প্রতীকে ৩৬ হাজার ৯৮১ ভোট পেয়ে জয় লাভ করেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী প্রভাষক শওকত হায়াৎ শাহ্। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন  ২০ হাজার ৩৯৮ ভোট।
এ উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর প্রার্থীদের মধ্যে জাপা (এ) মো. ইলিয়াছ চৌধুরী ভলু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৩১ ভোট, স্বতন্ত্র প্রার্থী হিসেবে পৌর জামায়াতের আমীর হাফেজ মো. আব্দুল মুনতাকিম আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৩৭ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাফেজ মো. নুরুল হুদা হাতপাখা প্রতীকে পেয়েছে ৩ হাজার ৩৫৪ ভোট।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৫০৭। তন্মধ্যে ভোট কাস্ট হয়েছে ৮৬ হাজার ৬০১ ভোট। ভোট কাস্ট হয়েছে শতকরা ৪৭ দশমিক ৭১ ভাগ। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2318742049730008977

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item