হরিদেবপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের বার্ষিক ২০১৭/১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল  ১১টায় ইউপি ভবন মাঠে বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মহল সহ বিপুল সংখ্যক নারী পুরুষের সমবেতর মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ বাজেট সভা । এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, আমন্ত্রিত অতিথি জেলা পরিষদ সদস্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মোঃ রেয়াজ উদ্দিন, ইউপি সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক। এসময় মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শওকত হোসেন যাদু, রোকনুজ্জামান আকবর, সিরাজুল ইসলাম,  দুলাল মিয়া, জাহাঙ্গীর আলম, চান মিয়া, লিয়াকত আলী, হারুন অর রশিদ,  সংরক্ষিত মহিলা সদস্য রঞ্জিনা খাতুন আদুরী,  রহিমা বেগম, শ্রী মতি ভারতী রানী। প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি ঘোষণা করেন হরিদেবপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে প্রতিষ্ঠা করার প্রত্যয়ে ইউপি চেয়ারম্যান ইকবালের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ নানা সামাজিক কর্মসূচী গ্রহন করেছেন। এই সব উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের জন্য প্রত্যেক নাগরিক জনগনকে ভ্যাট প্রদানের জন্য আহ্বান জানান এবং ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য সর্বোপরি আপামর জনতার প্রতি তিনি উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববিকে ক্রেস্ট প্রদান করেন এবং ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অত্র পরিষদের সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে ইউপি সচিব মোঃ আবু বক্কর সিদ্দিক বার্ষিক ২০১৭/১৮ অর্থবছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। মোট বাজেট ২ কোটি ৭৭ লক্ষ ১৪ হাজার ৩ শত ৭ টাকা,  এর মধ্যে রাজস্ব আয় ৩৩ লক্ষ ৫২ হাজার, ৭ শত ৭৯ টাকা, উন্নয়ন আয় ২ কোটি ৪৩ লক্ষ ৬১ হাজার ৫ শত ২৮ টাকা, রাজস্ব ব্যয় ৩২ লক্ষ ৮১ হাজার ৯ শত ৮২ টাকা, উন্নয়ন ব্যয় ২ কোটি ৪৩ লক্ষ ৬১ হাজার ৫শত ২৮ টাকা, মোট ব্যয় ২ কোটি ৭৬ লক্ষ ৪৩ হাজার ৫ শত ১০ টাকা। রাজস্ব উদ্বৃত্ত টাকার পরিমাণ ৭০ হাজার ৭ শত ৯৭ টাকা।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5393388216430822843

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item