বৃষ্টির পানিতে বন্যা, রংপুর জায়গীর টু পায়রাবন্দ সংযোগ পাকা রাস্তার বেহাল দশা

এস.কে.মামুন

একটু বৃষ্টি মানেই হাটু পানি জমে। আর এর প্রভাব পড়ছে কিছু সংখ্যক পাকা রাস্তায়। ভাঙ্গাচুড়া আর খালাখন্দে ভরা এসব রাস্তায় চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত সাধারন মানুষ। খালাখন্দে ভরা এসব রাস্তায় ওঁৎপেতে থাকা গর্তগুলো যেন মরন ফাঁদে পরিনিত হয়েছে। প্রতিদিন ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। দূর্ভোগের শিকার এসব মানুষের আর্তনাত আর কত দিন দূর্ঘটনার শিকার হতে হবে। অবস্থা দেখে মনে হয় দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে জানা যায় রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর শালমারা হয়ে মহীয়সী নারী বেগম রোকেয়ার স্মরণী পায়রাবন্দ সংযোগ পাকা রাস্তার বেহাল দশা। এলাবাসীরা জানান রংপুর বগুড়া মহাসড়কের জায়গীর ষ্ট্যান্ড থেকে ব্যস্ততম পাকা রাস্তাটি জায়গীর হাট হয়ে শালমারা, পায়রাবন্দ,ভাংনী, কুমুরগঞ্জ, বালারহাট ও মিঠাপুকুর ষ্ট্যান্ড থেকে সেরুডাঙ্গা গিরাই পর্যন্ত কিছু অংশের পাকা রাস্তার অবস্থা ভাল থাকলেও অধিকাংশ রাস্তা ভাঙ্গাচুড়া আর খালাখন্দে ভরা। বিশেষ কারে রংপুর-বগুড়া মহাসড়ক থেকে জায়গীরহাট সংযোগ রাস্তাটি ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তে পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তাটি তলিয়ে যায়। অবশ্য পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে এ করুন দশায় পরিনত হয়েছে। ঐ অঞ্চলের চাষাবাদিও কাচাঁমাল সহ বিভিন্ন আমদানি-রপ্তানি করা হয়, যার ফলে সেখানে ভারী যানবাহনসহ ব্যবসায়ীদের সমাগম ঘটে,কাঙ্খিত মালামাল গুলো আনা নেওয়ার ক্ষেত্রে রাস্তায় ওঁৎপেতে থাকা গর্তগুলোতে হালকা কিংবা ভারী যানবাহন গুলো চলাচলে অসহনীয় দূর্ভোগের শিকার হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখানে বৃষ্টি হলেই প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার শিকার হয় অনেকেই। কখনো কখনো মালামাল বোঝাই গাড়ি গুলো আটকে পড়াসহ উল্টে পরার ফলে  একদিকে যানজটের সৃষ্টি হয়। নির্মান কাজের বছর হতে না হতেই রাস্তার বেহাল দশায় পরিনত হওয়ার বিষয়টি স্থানীয় সচেতন মহল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই দায়ী বলে মনে করছেন। এছাড়া মহীয়াসী নারী বেগম রোকেয়া জন্ম ও মৃত্যু দিবসে এসব রাস্তা দিয়ে যানচলাচলসহ জনসমাগম ঘটে চোখে পরার মতো। পরিশেষে স্থানীয় বাসিন্দাদের দাবি কার্পেটিং উঠে যাওয়াসহ ভাঙ্গা পাকারাস্তাগুলো কর্তৃপক্ষের কাছে সংস্কার করার দাবী জানিয়েছেন। 

পুরোনো সংবাদ

রংপুর 3716050158757547514

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item