রংপুরে অন্ধকারাছন্ন থেকে ২৩ নং ওয়ার্ড’কে আলোর পথে ফেরাতে চান সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী লিটন পারভেজ

হাজী মারুফ-

‘দিয়ারের নিচে অন্ধকার’ এমন মন্তব্য করে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতকালে রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ি লিটন পারভেজ বলেন, কালের বিবর্তনে জীবন-যাত্রার মানোন্নয়ন ঘটলেও রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের উল্লেখজনক উন্নয়ন কর্মকান্ড নেই বললেই চলে। বিশেষ করে বর্তমান কাউন্সিলর সেকেন্দার আলীর বাৎসরিক ভিত্তিতে লিজ নেয়া বসতবাড়ির বারান্দা ভাঙা’র আশঙ্কায় ২০ ফুট রাস্তার কাজ অদ্যবদি আলোরমুখ দেখেনি। ফলে ভাঙা মসজিদের উত্তরকোন ঘেঁষে জুম্মাপাড়া প্রবেশের সরু রাস্তা (চিকন) দিয়ে জনসাধারনকে অতিকষ্টে চলাচল করতে হচ্ছে। এছাড়াও সিটি বাজারের পূর্ব-উত্তরকোন হতে পশ্চিম জুম্মাপাড়া (মারুয়াপট্টি) যাওয়ার রাস্তা পাকা হলেও সরু হওয়ার কারনে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। ওয়ার্ডের রাস্তার মধ্যে ২ টি রাস্তাই প্রসস্থ করা জরুরি হয়ে পড়েছে। নিজ স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে সড়ক প্রসস্থ করার ক্ষেত্রে কাউন্সিলর সেকেন্দার আলী দ্বিমত পোষন করেছেন বলে অভিযোগ তোলেন তিনি। সম্ভাব্য প্রার্থী লিটন পারভেজ আরও বলেন, নির্বাচিত হই বা না হই, সবাই একযোগে এলাকার উন্নয়নে কাজ করবো। এলাকায় অনেক সমস্যা রয়েছে, তা সমন্বিতভাবে করা উচিত। জনগণ ও প্রশাসনের সহযোগিতায় মাদকদ্রব্য ব্যবসা, সেবন প্রতিরোধ করার ক্ষেত্রে ভুমিকা রাখা সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। তেমনি আমিও উদ্যোগ নেব। আমাদের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে নগরীর একটি অংশ হিসেবে পরিকল্পিত ও আধুনিক এলাকা হিসেবে রসিকের ২৩ নং ওয়ার্ডকে সৌন্দর্যময় গড়ে তোলার প্রত্যাশায় আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীতা ঘোষনা দেন যুব সমাজের একনিষ্ঠ কন্ঠস্বর লিটন পারভেজ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। বর্তমান কাউন্সিলর তার শাসনামলে কি করেছেন, তা নিয়ে বলার কিছু নেই আমার এমন অভিমত ব্যক্ত করে লিটন পারভেজ বলেন, জনগন সকল ক্ষমতার অধিকারী। এলাকা অবহেলিত, উন্নয়ন আশা ব্যঞ্জক হয়নি। এলাকাবাসী সুযোগ-সুবিধা বঞ্চিত হওয়ার বিষয়ে বিচার বিশ্লেষন করবে সাধারন ভোটাররা। ২৩ নং ওয়ার্ডকে দিয়ারের নিচে অন্ধকারের পথ হতে ২৩ নং ওয়ার্ড’কে আলোর পথে ফেরার জন্য নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনসাধারনের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন তিনি।

পুরোনো সংবাদ

রংপুর 6119222975356483332

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item