বিভাগীয় পর্যায়ে সচেতনতা প্রশিক্ষণ প্রস্তুতি ও ভুমিকম্প মোকাবেলায় সর্বোত্তম উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এস.কে.মামুন

 ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের আয়োজনে বিভাগীয় পর্যায়ে সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি ও ভুমিকম্প মোকাবেলায় সর্বোত্তম উপায় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন মিঞা,  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এটিএম জিন্নাতুল বাশার। সেমিনারে কী নোট উপস্থাপন করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রংপুর বিভাগের উপ-পরিচালক আসাদুজ্জামান  শেখ। মডারেটর ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. এমদাদুল হক। দিনব্যাপী সেমিনারে রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 585176672896192930

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item