পীরগঞ্জে ত্রানের ব্রিজ নির্মাণে পুকুর চুরি

কাজের তদারকি করে মাস্টার রোলের অফিস সহায়ক

মামুনুররশিদ মেরাজুল ,নিজস্ব প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে ত্রানের ব্রিজ নির্মাণে তদারকি কর্মকর্তা হিসেবে কোন ইঞ্জিনিয়ার বা কোন কর্মকর্তা নয়,তদারকির  দায়িত্ব পালন করছে উপজেলা প্রকল্প অফিসের মাস্টার রোলে নিযুক্ত ০২ অফিস সহায়ক। অসামান্য দক্ষতায় চোটপাট দেখিয়ে অফিস সহায়কদ্বয়  বোকা বানিয়ে আসছে এলাকাবাসীকে ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিভিল ইঞ্জিনিয়ার জানিয়েছে, এভাবে তৈরি ব্রিজ কতদিন টিকবে? খোজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ০১ টি পৌরসভায় কয়েক কোটি টাকা ব্যয়ে ৩৭ টি ব্রিজ নির্মাণের কাজের মেয়াদ শেষ হওয়ায় তড়িঘড়ি করে সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসের লোকজন ছাড়াই ঠিকাদারগণ ঢালাইসহ সব কাজ সম্পূর্ণ করছে। গত ৪ঠা মে চৈত্রকোল ইউনিয়নের সোনাভরি ব্রিজে ১২ ইঞ্চি পানির মধ্যে ঢালাই দেয়ার সময় স্থানীয়রা বাধা প্রদান করলে ঠিকাদারের পেটোয়া বাহিনী ব্রিজের চারপাশে দাড় করিয়ে রেখে ঢালাই কাজ সম্পূর্ন করেন। উপজেলাবাসী সঠিক তদরকি কর্মকর্তার উপস্থিতিতে ব্রিজের কাজ সম্পূর্ণ করে ঠিকাদারের অর্থ প্রদানের আহ্বান জানিয়েছেন। আর তা না হলে সুনামগঞ্জের হাওরের বাধের পরিণতি ভোগ করতে হবে উপজেলা বাসীকে।

পুরোনো সংবাদ

রংপুর 7369422431483981516

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item