রংপুরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু।

হাজী মারুফ:

নগরীর নিসবেতগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় রবিবার সকাল সাড়ে ৮ টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী বদরগঞ্জ পার্বতীপুর মহাসড়কে গাছের গুড়ি,বাশঁ ফেলে আবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী । বিক্ষোভ চলাকালে রংপুর সদর উপজেলার  নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান,রংপুর কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ এবিএম জাহিদুল ইসলাম  উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিক্ষোভ চলাকালে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।  পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয়। উল্লেখ্য গত শনিবার সকালে রংপুর নগরীর পীরজাবাদ এলাকার নিসবেতগঞ্জ নুরানী হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে এক সড়ক দুর্ঘটনায় এক সাইকেল আরোহির মৃত্যু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দক্ষিণ পীরজাবাদ এলাকার আব্দুর রউফের ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৫০) সাইকেল যোগে নজীরের হাটের দিকে আসছিল। পিছন দিক থেকে আসা পার্বতীপুরগামী বাস ( রাজশাহী ব ১৭১৪) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাইকেল আরোহী জাহিদুলের গুরুতর আহত  হয়। পরে স্থানীয়রা রমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী রংপুর পার্বতীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে  অবোরোধকারীদের শান্ত করলে পরে সড়ক চলাচল স্বাভাবিক হয়। পরে রাতে নিসবেতগঞ্জ জামে মসজিদে নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফনকার্য সম্পূর্ন করা হয়। স্থানীয় কাউন্সিলর ফজলে এলাহী ফুলু জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। নিহত জাহিদুল ইসলামের ছেলে পারভেজ বলেন, আমার পরিবারে একমাত্র উর্পাজনকারী হচ্ছে আমার বাবা। এখন কি ভাবে সংসার চলবে। কি ভাবে চলবো ঝুঝতে পারছিনা। তবে আমি এই ঘটনায় দোষি ড্রাইভারের শাস্তি দাবি করছি।


পুরোনো সংবাদ

রংপুর 7355722956342983309

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item