রংপুর নগরীর ১৯ নং ওয়ার্ডের ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন রসিক মেয়র

এস.কে.মামুন

রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে  জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে মেডিকেল পাকার মাথা হতে সাখাটা ব্রীজ, পুরাতন দেশ ক্লিনিক হতে ধাপ গংগানাথ রোড ও কেরানীপাড়া কাকিনা রোডের ধারে প্রায় ৬ কিলোমিটার ড্রেন  নির্মাণ কাজের উদ্বোধন করলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী )। এ উপলক্ষে বুধবার ১৯নং ওয়ার্ডের মেডিকেল পাকার মাথায় এক উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়। সমাজ সেবক সাবের হোসেন মাস্টার এর সভাপতিত্ব্ েউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, (প্রতিমন্ত্রী)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম দুলাল, কাউন্সিলর জহুরুল ইসলাম আজা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা বেগম, রসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আব্দুল হাই,,ধাপ চিকলী ভাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জিনাত আরা গুলশান, প্রমুখ  এসব অনুষ্ঠানে  অনান্যেও মধ্যে উপস্থিত ছিলেন রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আপনাদের দেয়া পবিত্র  আমানত আমার দ্বারা কখনও  খেয়ানত হয় নাই। তার প্রমাণ রংপুরের উন্নয়ন। ভবিষৎতে আপনাদের আমানত আমার কাছে জমা করলে কখন খেয়ানত হবে না।  তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রংপুরের পুত্রবধু তিনি রংপুরকে মানুষকে ভালবাসেন। তিনি রংপুরের উন্নয়ন নিজের কাঁধে নিয়েছেন। তিনি রংপুরে বিভাগ, বিশ্ববিদ্যালয়,সিটি কর্পোরেশন এবং   আইটি ভিলেজ দিয়েছেন যেখানে হাজার ছেলে মেয়ের প্রশিক্ষন নিবেন এবং অনেক মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে তিনি  জানান।   এর আগে তিনি রংপুর পায়রা চত্বরে গনতান্ত্রিক বাজেট আন্দোলন এর আয়োজনে আগামি বাজেটে রংপুরে জেলায় কোন খাতে  কেমন বরাদ্দ চাই শীর্যক  বাজেট  ওয়ালের উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

রংপুর 2050202258570656687

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item