রাজশাহীতে নৌকাডুবি, নিখোঁজ ৫ জনের মরদেহ উদ্ধার

ডেস্কঃ
রাজশাহীতে কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

মঙ্গলবার (০২ মে) সকাল সোয়া ৭টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত মহানগরীর তালাইমারীর আসাদুল ইসলাম (৩০), দরগাপাড়ার রফিকুল ইসলাম রফিক (৩৫), রাজশাহী জামিয়া মাদরাসার ছাত্র তামীম ইকবাল (৮) ও আব্দুল আহাদ (১০) এবং পাঠান পাড়া এলাকার রবিন হোসেনের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফরহাদ হোসেন জানান, মহানগরীর দরগাপাড়া এলাকার রকি হোসেনসহ ছয়জন পদ্মা নদীর চরে ফসলের মাঠ পরিদর্শন শেষে রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নৌকায় করে ফিরছিলেন। পথে তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে নদীতে ডুবে যায়।

এ ঘটনায় রকি কোনোভাবে সাঁতরে বাঁচলেও অন্যরা ডুবে যান।

মঙ্গলবার সকালে দরগাপাড়া থেকে ৩ কিলোমিটার দূরে জাহাজঘাট এলাকার পদ্মা নদী থেকে রফিকুল, তামিম, আহাদ ও রবিনের  মরদেহ উদ্ধার করা হয়। চারঘাটের টেঙ্গুন এলাকা থেকে আসাদের মরদেহ উদ্ধার করা হয়।

রাজশাহী জামিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মো. শাহাদাত আলি বলেন, তামিম ও আহাদ আমাদের মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র।

তাদের মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা মাদরাসায় দিয়ে গেছে। এরমধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট নিখোঁজদের উদ্ধারের জন্য সোমবার (০১ মে) সকাল থেকে অভিযান শুরু করে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8063998672668383151

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item