নাজমা বেগম নাজুর কবিতা-শোন মধ্যদিনের রোদ

শোন মধ্যদিনের রোদ

নাজমা বেগম নাজু
শোন মধ্যদিনের রোদ-
মেঘের বাড়ি বেরিয়ে এলে একা,
একা একাই নরম কোমল
বরফ শীতলতা
মাখলে অবলীলায়।
ধরার ধূলোয় জীবননাশী
ভীষন খর দাহ,
রোজ এখানে
জীবন ওষ্ঠাগত
জীবন মরণ ছোঁয়া।
সহস্র মাইল
লক্ষ হাজার আকাশ পথের
সূর্য প্রহর একাই পাড়ি দিয়ে
মেঘের পরশ
শরীর জোড়া আনো
সবটুকু তার
নিজের করেই রাখ।
এ কেমনতরো তুমি?
পুড়ছে আকাশ
জ্বলছে বাতাস
আগুন পোড়া ধোয়ায় ঢাকা
ধরার ধুলোকণা,
কোন প্রাণেতে বলো তুমি
এমন ধরন জীবন মরণ খরদহন
দিব্যি সয়ে যাও?
আর পারি না------- না
জীবন এখন মরন বেলার সুর।
দোহাই তোমার --
তোমার মত মেঘের বাড়ি
ঘুরিয়ে আনো,
এই জীবনে মেঘ সীমানার
শীতলতা ঢালো।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 262931393417220186

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item