পঞ্চগড়ে পরীক্ষা ছাড়াই চলছে গরু জবাই

মোঃ তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ডাক্তারি পরীক্ষা ছাড়াই চলছে গরু জবাই। সরেজমিনে গিয়ে দেখা গেছে গত ১১/০৫/২০১৭ ইং বৃহস্পতিবার টুনির হাট, তালমা বাজারে লাইসেন্স বিহীন কশাই কুদ্দুস, মোটাতাজা করণ ভ্যাকসিন মারা গরু জবাই করলে ঐ এলাকার মানুষ এ বিষয়ে সংবাদ কর্মীদের অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সংবাদ কর্মীরা ঘটনা সত্যতা যাচাই করতে গেলে ক্ষিপ্ত কশাই কুদ্দুস ও তার সহযোগিরা, কোন প্রকার লাইসেন্স এবং ডাক্তারি পরীক্ষার সার্টিফিকেট দেখাতে না পেরে সাংবাদিকদেরকে আপ্রিতিকর কথা বার্তা বলে এবং ক্ষিপ্ত হয়। এলাকার গন্যমান্য এবং বাজারের দোকানদার ভাইদের সুনজরে আসলে উক্ত কশাই কুদ্দুসকে মাংস বেচাকেনা করতে আপত্তি জানায়। আর কশাই কুদ্দুসকে সতর্ক করে দেয় এ ধরনের গরুর মাংস যাতে আর বিক্রয় না করে। অবশ্যই ডাক্তারের পরীক্ষা মতে গরুর মাংস বিক্রয় করার কথা বলেন। স্থানীয় ডাক্তারের সাথে কথা হলে ডাক্তার জানায় আমি এ বিষয়ে কিছুই জানিনা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2442902768124343394

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item