পঞ্চগড়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হাড়িভাষা শাখার কম্পিউটার অপারেটরের রহস্যজনক মৃত্যু

মোঃ সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কম্পিউটার অপারেটর তন্ময় গুপ্তের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় লোকজন সূত্রে জানা যায় আজ (শুক্রবার) কম্পিউটার অপারেটর তন্ময় গুপ্ত ঘুম থেকে না উঠলে অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটর (ইনফিনিটি ব্যাংকিং সলিউশন কোম্পানী, ঢাকা) এর সন্দেহ হলে অফিসের দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে কম্পিউটার অপারেটর তন্ময় গুপ্তের লাশ পরে আছে। সাথে সাথে শাখা ম্যানেজারকে বিষয়টি জানালে তন্ময় গুপ্তের লাশ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে লাশের পাশে পরিবারের লোকজনের সাথে কথা হলে তারা জানায় গতকাল রাতে তন্ময় গুপ্তের সাথে ফোনে কথা হয়েছে। আজ সকাল থেকে কোন যোগাযোগ হচ্ছিল না। তাই আমাদের সন্দেহ হলে আমরা পঞ্চগড়ে চলে আসি। এসে দেখি হাসপাতালে তন্ময় গুপ্তের লাশ পরে আছে। ডাটা এন্ট্রি অপারেটর নাজমুল ইসলাম জানায় গতকাল রাত দু’টা পর্যন্ত তন্ময় গুপ্ত অফিসের কম্পিউটারে কাজ করেছিল। এজন্য সকালে তাকে ডেকে দেয়া হয়নি। দুপুর ১২টার সময় তন্ময় গুপ্ত ঘুম থেকে না উঠলে দরজা খুলে দেখা যায় তন্ময় গুপ্তের লাশ পরে আছে। এবিষয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজারের সাথে কথা হলে তিনি জানান, আমি খবর পেয়ে ব্যাংকে এসে তন্ময় গুপ্তের লাশ হাসপাতালে নিয়ে আসি। পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) জানান, আমরা লাশ সনাক্ত করেছি এবং ঘটনাস্থলে গিয়েছি। তন্ময় গুপ্তের পিতার নাম বিশ্বমিত্র এবং তার বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ীতে। লাশের অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই প্রয়োজন ব্যবস্থা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7432685735080421678

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item