নীলফামারীতে সম্মিলিত সামাজিক আন্দোলনের মতবিনিময় সভা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৬ মে॥
নীলফামারীতে সামাজিক বৈষম্য দূরীকরণে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। 
এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সারওয়ার মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা কমিটির সদস্য সচিব মৃণাল কান্তি রায়, সদস্য খোকারাম রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ডেপুটি কমান্ডার কান্তি ভূষণ কুন্ডু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক খায়রুল আলম, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামিমা রহমান, বেসরকারী সংস্থা ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নাসিমা বেগম, পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন প্রমুখ।
বক্তারা জঙ্গীবাদ, সন্ত্রাস নির্মূলে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। #

পুরোনো সংবাদ

নীলফামারী 8719337579036756794

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item