নীলফামারী বড় বাজারের জাহাঙ্গীর ষ্টোরের গুদামে অগ্নিকান্ড

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ মে॥ 
ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারী বড় বাজারের মের্সাস জাহাঙ্গীর ষ্টোরের বিভিন্ন পণ্যের রক্ষিত গুদাম পুড়ে ছাই হয়েছে। শনিবার ভোরে এ ঘটনায় উক্ত স্টোরের মালিক জাহাঙ্গীর আলম ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি করেছে।
নীলফামারী ফায়ার সার্ভিস সুত্র মতে ভোর রাত ৩টা ১০ মিনিটে খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনেন। এতে নীলফামারীর বড় বাজারের শতশত ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা পায়।
মেসার্স জাহাঙ্গীর ষ্টোরের মালিক জাহাঙ্গীর আলম বলেন তিনি বিভিন্ন পণ্যের পরিবেশক। তার গুদামে ২০ লাখ টাকার আটা,সুজির বস্তা, চিপস, চানাচুর, লাচ্চা সেমাই, মুসুল ডাল,গুড়া দুধ ,চাপাতা,জুস, চকলেট, ছোলার বস্তা, বুটের ডাল, বিভিন্ন মসলা সহ একশত আইটেম মজুদ ছিল। শনিবার  ভোরে রহস্যজনকভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে তার মালামাল পরিবহনের ভটভটি গাড়িটিও পুড়ে যায়।
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র টিম লিডার এনামুল হক বলেন তাদের ধারনা মতে বিড়ি সিগারেটের আগুনে এই অগ্নিকান্ডের ঘটনার সুত্রপাত ঘটে। আমরা ভোর ৩টা ১০ মিনিটে খবর পেয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে এনে বড় বাজারের শতশত ব্যবসা প্রতিষ্ঠানের কয়েক কোটি টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছিা#

পুরোনো সংবাদ

নীলফামারী 7123490453504645716

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item