নীলফামারীতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৩ মে॥
“সাবধানে গাড়ি চালান, নিরাপদ থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীতে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
জেলা প্রশাসনের সহযোগীতায় বিআরটিএ নীলফামারী সার্কেলের আয়োজনে সভায় বক্তৃতা দেন সিভিল সার্জন আব্দুর রশীদ, বিআরটিএ রংপুর বিভাগের উপ-পরিচালক মহসিন হোসেন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য হামিদুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ ফারুক, জেলা ট্রাক ট্যাঙ্ক লড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম।
পরিবহন মালিক, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ওই সভায়।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের নেতৃত্বে জেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5704005710017212534

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item