নীলফামারীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস



ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ মে॥
“শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আজ সোমবার উত্তরের জেলা নীলফামারীতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
তবে মুল অনুষ্ঠানটি হয় নীলফামারী জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে। বেলা ১১ টায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জেলা প্রশাসক জাকীর হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন।
এখানে বিএনপি ছাড়া প্রতিটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন গুলো ঐক্যবদ্ধ হয়ে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ,জে,এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন। এসময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সির্ভিল সার্জেন ডাঃ আব্দুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুহাঃ বেলায়েত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিবুদৌলা জকি, শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন সহ-সভাপতি বজলার রহমান, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তালেব, বাস-মিনিবাস মটর শ্রমিক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, ট্রাক-ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু, জাতীয় শ্রমিকলীগের জেলার সাধারন সম্পাদক আমজাদ হোসেন, ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেট তপন কুমার রায়, উত্তরা ছিট হিমাগারের ব্যবস্থাপক শাহিদ মাহামুদ, জেলা সিপিবি’র সভাপতি শ্রীদাম দাস প্রমুখ।
এরআগে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
অপরদিকে এককভাবে জেলা বিএনপির শ্রমিক দলের আয়োজনে নীলফামারী পৌরসভা মাঠস্থ দলীয় কার্যালয়ে মহান মে দিবস পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এ্যাভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলার বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, পৌর বিএনপির সভাপতি জহুরুল হক, জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক দলের সভাপতি অসিয়ার রহমান প্রমুখ।
এদিকে নীল সাগর গ্রুপের এক বিশাল র‌্যালী শহর প্রদক্ষিন করে হাই স্কুল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীল সাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌঃ আহসান হাবিব লেলিন।
এছাড়াও জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় মে দিবস পালনের খবর পাওয়া গেছে।
এদিকে বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো সাংস্কৃতিক, বনভোজন ও র‌্যাফেল ড্র এর আয়োজন করেছে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6787561668548885874

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item