জলঢাকার তরুন ফটোগ্রাফার নয়ন ওয়াদুদ আন্তর্জাতিক সন্মাননা পেলেন।

মর্তুজা ইসলাম,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি-
আন্তর্জাতিক সম্মাননা পেলেন তরুন ফটোগ্রাফার জলঢাকার নয়ন ওয়য়াদুদ ।
ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ আয়োজিত সপ্তম আলোকচিত্র প্রতিযোগিতায় সমাজে নারীর ক্ষমতায়ন এ অবদান তুলে ধরে তরুন প্রতিভাবান আলোকচিত্র শিল্পী নয়ন ওয়য়াদুদ এই সন্মানে ভুষিত হন। ৭ মে রোববার সকালে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ এর গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের এম্বাসেডর পিয়েরে মায়াদুন। এসময় উপস্হিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান ফটো সাংবাদিক  এম ফরিদ আহমেদ, খোরশেদ  আলম চৌধুরী, মুহাম্মদ আসাদ, খন্দকার আসাদ উজ জামান (সুমন), আবির আব্দুল্লাহ, সনি রামানি, শাফিকুল আলম, রিয়াজ আহমেদ সুম্না প্রমুখ।
নির্বাচিত ফটো
সমাজে নারীর ক্ষমতায়ন এ অবদান তুলে ধরা প্রতিযোগিতায় মনোনিত ৬জন প্রতিযোগীর ১২টি ফটো পুরষ্কারের জন্য নির্বাচিত হয়। পুরষ্কার পাওয়া ছয় জন ফটোগ্রাফারদের মধ্যে নয়ন ওয়য়াদুদ তার ছবির জন্যে পঞ্চম স্থান অর্জন করেন। সন্তানের এমন সাফল্য নীলফামারী জলঢাকা পৌরসভার মাথাভাঙ্গা নিবাসী বাবা হাসানুর রহমান ও মা লাভলী বেগম এ প্রতিবেদককে জানান ছোটবেলা থেকেই তার সখ ছবি তোলা। ছবি তুলে এতবড় সন্মান অর্জন করবে আমরা জানতাম না। দোয়া করবেন সে যেন আরো বড় হতে পারে।
নির্বাচিত ফটো

পুরোনো সংবাদ

নীলফামারী 1538591443452281815

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item