ডোমার বেতগাড়ায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে গাছ কর্তন।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চলছে গাছ কর্তন। ঘটনাটি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া দক্ষিণপাড়া গ্রামে। এলাকাবাসীর সূত্রে যানাযায়, সোমবার সকালে বেতগাড়া নতুন বাজার হতে শুরু করে মিস্ত্রি পাড়া রাস্তার লাগানো ইউকালেক্টর ও নিম মিলে মোট ৬টি গাছ সরকারী কোন অনুমোদন বা কাগজপত্র ছাড়ায় অবৈধ ভাবে কেটে নিয়ে যায় মৃত প্রমোত চন্দ্র রায়ের ছেলে খিতিশ মিস্ত্রি। সে জানায়, এলাকার আলমগীর ও কালাম তার কছে মোটা অংকের টাকা নিয়ে তা বিক্রি করেছে। গাছ কর্তনের অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি বলেন, কাগজ নেই তবে মৌখিক ভাবে চেয়ারম্যানকে বলা হয়েছে। এবিষয়ে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যান আবুল হাচান জানান, গাছ কাঁটার বিষয়ে আমার জানা নেই, তবে এলাকাবাসী জানিয়েছে ওই লাইনে ২/৩ টি গাছ নাকি শুকিয়ে গেছে, পরিষদে কোন রেজুলেশন করা হয়নি বা দাম কত তাও আমার জানা নেই। কয়েকজন দূর্বৃত্ত প্রকৃতির লোক মাঝে মধ্যে দিনে দুপুরে রাস্তার সরকারী গাছ কেটে নিয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3616473833786844091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item