ডোমারে যুবলীগ নেতার সহযোগীতায় বাল্য বিয়ে সম্পন্ন।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে যুবলীগ সভাপতির সহযোগীতায় বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে। ২৮মে রবিবার সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাজীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা মিরজাগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তি প্রাপ্ত ৬ষ্ঠ শ্রেনীর মেধাবী ছাত্রী বেলী বেগম(১২)’র সাথে নাওয়ার হাট এলাকার পানিয়ালের ছেলে রাজুর সাথে বিয়ে দেয়ার চেষ্টা চালায়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সাবিহা সুলতানা ইউপি চেয়ারম্যান আবুল হাচান ও ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ কে, বিয়ে বন্ধের নির্দেশ দেয়। তাদের বাঁধা নিষেধকে উপেক্ষা করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জোড়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি জুয়েল দলীয় প্রভাব খাটিয়ে নিজের ক্ষমতা বলে নাবালিকা বেলী’র ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিবাহ সম্পন্ন করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১৮মে মাননীয় এমপি মহোদয়ের নিজস্ব উদ্যোগে ডোমার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বাল্য বিবাহ প্রতিরোধ সমাবেশে, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানা, উপজেলা আঃলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম সহ সকলে বাল্য বিবাহ রোধের বিষয়টির গুরুত্বারব করেন। অথচ যুবলীগ নেতার এ ধরনের কান্ডতে হতাশা প্রকাশ করেন বেলীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের।

পুরোনো সংবাদ

নীলফামারী 3518895202999977788

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item