ডোমারে অবৈধ সংযোগে ঝালাই মেশিনের কাজ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে বিদ্যুৎ বিভাগকে ফাঁকি দিয়ে ক্ষমতার দাপট দেখীয়ে চলছে ঝালাই মেশিনের কাজ। এমন দৃশ্যটি চোখে পড়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া গ্রামে। গত রবিবার এলাকার মৃত নজদ্দি মামুদের ছেলে রফিকুল ইসলাম তার ধান ভাঙ্গা মেশিন নষ্ট হয়ে যায় এবং পাশাপাশী বাড়ীর কাজ করার জন্য মাহিগঞ্জ বাজারের অনেক ঝালাই মেশিন ওয়ালাকে ডাকে কিন্তু সরাসরী পোল থেকে লাইন নেয়ার ব্যাপারে কেউ রাজি না হওয়ায় বাগডোকরা ও মিরজাগঞ্জ এলাকার বিল বিতরনকারী মৃত অনন্ত রায়ের ছেলে মনমথো রায় অফিসে চাকুরী করার সুবাদে তারই ছোট ভাই মাহিগঞ্জ বাজারের ওয়েলড্রিং মিস্ত্রি খোকন রায় রাজী হয়। তার সরঞ্জাম ভ্যানে নিয়ে বসুনিয়া পাড়া ভুট্টো ও নুরুর বাড়ীর সামনে বিদ্যুতের খুটিতে মিটার বিহীন সরাসরি সংযোগ লাগিয়ে মনমথো রায়ের দাপট দেখীয়ে সরকারের বিদ্যুৎ বিভাগকে ফাঁকি দিয়ে ধান ভাঙ্গা মেশিন সহ বাড়ীর কাজ করে খোকন। এবিষয়ে খোকন রায় সরাসরি খুটিতে লাইন লাগানোর বিষয়টি শিকার  করে বলেন, আমি কাজ করতে চাইনী রফিকুল জোর করে সামান্য কাজের কথা বলে নিয়ে এসেছে, তবে আমি তার বাড়ীর মিটারে সংযোগ দিতে চাই সে রাজি না হওয়ায় শেষে বাঁশ দিয়ে খুঁটি থেকে সংযোগ দিয়ে সামান্য কাজ করি। এবিষয়ে ডোমার উপ-সহকারী আবাসিক প্রকৌশলী মিলন জানান, সত্যতার প্রমান পেলে মনমথোর ভাই হোক আর যাই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।    

পুরোনো সংবাদ

নীলফামারী 4448679687080817571

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item