সীমান্তবর্তী ডোমার উপজেলা, একটু বৃষ্টি হলেই দিনের পর দিন আলো নেই।

এ. আই পলাশ, চিলাহাটি প্রতিনিধি ঃ
উত্তরাঞ্চলের সীমান্ত বর্তী জেলা হিসেবে পরিচিত নীলফামারী জেলা। এই জেলার একটি অবহেলীত উপজেলার নাম ডোমার উপজেলা। বর্তমান সরকার বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভের জন্য ব্যপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে ব্যপক সুনামও অর্জন করেছে। অথচ নীলফামারী জেলার ডোমার উপজেলাটি আজও পিছিয়ে পড়েছে উন্নয়নের দৃষ্টিকোন থেকে । রাস্তা ঘাট এবং বিদ্যুতের অবস্থা একবারেই নাজুক। দীর্ঘ ৩১ বছরও এই এলাকার উন্নয়নের বালাই নাই। একটু হাওয়া, একটু বৃষ্টি হলেই দিনের পর দিন বিদ্যুৎ নেই। এই দৃশ্যটি দেখে মনে হয়, এই উপজেলায় মানুষ বসবাস করেনা।নীলফামারী জেলার ডোমার উপজেলার রাস্তাঘাটের অবস্থাও করুন। এই রাস্তাগুলো দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করতে হয়। যানবাহন সহ পথচারিদের। অপরদিকে ১৯৮৬ সালের ২৭ শে মার্চ ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যুতের সংযোগ চালু হয়। এই  এলাকায় বিদ্যুতের গ্রাহক বর্তমানে ২২ হাজার পেরিয়ে গেছে। প্রতিমাসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই ২২ হাজার গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতিমাসে আদায় করলেও বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত রয়েছে প্রায় ৩ লক্ষ মানুষ ও ব্যবসায়ীরা। একটু বাতাস ও একটু বৃষ্টি হলেই দিনের পর দিন বিদ্যুৎ থাকে না। এ ব্যাপারে এলাকার মানুষ আজ দুর্বীসহ জীবন যাপন করছে । এ ব্যাপারে বলার কিছুই নেই। প্রায় ১৫ বছর যাবত শুধু রাস্তার বেহাল দশার কারণে চিলাহাটি থেকে নীলফামারী যাওয়ার বাস গুলো বন্ধ রয়েছে। কবে হবে এই রাস্তাঘাট ও বিদ্যুতের চাহিদা পুরণ? বর্তমান সরকার সারাদেশে যে ভাবে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে সেই মানচিত্রে ডোমার উপজেলাটি আছে কি ? এ প্রশ্ন এলাকরবাসীর, অভিজ্ঞ মহলের এবং সূধী জনের।

পুরোনো সংবাদ

নীলফামারী 3348655426893525399

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item